Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

গৃহকর্মী নিয়োগের নিয়ম সহজ করল আরব আমিরাত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৪১

গৃহকর্মী নিয়োগের নিয়ম সহজ করল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও আমিরাতাইজেশন মন্ত্রণালয় (MoHRE) গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করতে নতুন নিয়ম চালু করেছে। এ নিয়মের ফলে নিয়োগের অনেক দায়িত্ব এখন থেকে সরাসরি মালিকের পরিবর্তে লাইসেন্সপ্রাপ্ত  এজেন্সিগুলোর ওপর ন্যস্ত করা হয়েছে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে— প্রক্রিয়াটি সহজ করা, সেবা মান বাড়ানো এবং নিয়োগকর্তা ও কর্মী উভয়ের জন্য ভালো সহায়তা নিশ্চিত করা।

নতুন নিয়মে নিয়োগের দায়িত্ব এজেন্সিগুলোর 

বাংলাদেশি গৃহকর্মী যারা আমিরাতে কাজ করতে আগ্রহী, তাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হলো: 

- আবেদনপত্র অনলাইনে জমা, প্রিন্ট ও MoHRE-এ সাবমিট করা। 

- মেডিকেল পরীক্ষার সহায়তা ও Emirates ID কার্ড সংগ্রহের ব্যবস্থা। 

- বিমানবন্দর থেকে কর্মীকে গ্রহণ ও নিরাপদে মালিকের বাসায় পৌঁছানো। 

- কোন কোন দেশের নাগরিক পাওয়া যাবে ও তারা কোন কাজের জন্য উপযুক্ত – এই তথ্য দেওয়া। 

- চাকরির আগে সাক্ষাৎকার, প্রশিক্ষণ ও মানসিক প্রস্তুতির ব্যবস্থা।

- কর্মীদের জন্য উপযুক্ত অস্থায়ী আবাসনের ব্যবস্থা।

লাইসেন্সিং ও নতুন অনুমোদনের বিষয়

- প্রতিটি এজেন্সিকে "প্রিন্টিং সার্ভিসেস" তাদের ব্যবসায়িক লাইসেন্সে যুক্ত করতে হবে।

- এটি সংশ্লিষ্ট ইকোনমিক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিয়ে MoHRE-এ জমা দিতে হবে।

ব্রাঞ্চ অফিস খোলার নিয়ম

যে কোনো এজেন্সি চাইলে একই বা ভিন্ন আমিরাতে নতুন শাখা খুলতে পারবে। তবে কিছু শর্ত মানতে হবে:

- ব্যবসার পরিমাণ অনুযায়ী ব্যাংক গ্যারান্টি বা ইনস্যুরেন্স আপডেট করতে হবে।

- সকল লাইসেন্সিং ডকুমেন্ট প্রস্তুত থাকতে হবে।

- স্থানীয় কর্তৃপক্ষের নিয়ম মেনে চলতে হবে।

- প্রতিটি শাখার জন্য আলাদা ব্যাংক গ্যারান্টি দিতে হবে।

- MoHRE থেকে আগাম অনুমোদন নিতে হবে।

তিন মাসের মধ্যে নতুন শাখা চালু করতে হবে, যার মধ্যে থাকতে হবে:

- ট্রেড লাইসেন্স সংগ্রহ,

- MoHRE-কে নোটিফাই করা,

- লিজ চুক্তি জমা,

- ফেডারেল আইডেন্টিটি ও MoHRE-এ প্রতিষ্ঠানের ফাইল খোলা।

চুড়ান্ত কার্যক্রম ও নিয়োগের প্রস্তুতি

- e-Dirham ডিভাইস অর্ডার (Commercial Bank of Dubai থেকে)।

- অফিসের বাইরের সাইনেজ ডিজাইন অনুমোদন করানো।

- ইন্টেরিয়র ও টেকনিক্যাল কাজ সম্পন্ন করা।

- ইলেকট্রনিক ব্যাংক গ্যারান্টি ইস্যু ও জমা দেওয়া।

- একজন আমিরাতি ম্যানেজার ও Customer Happiness Consultant নিয়োগ।

- গৃহকর্মীদের আবাসনের রেজিস্ট্রেশন MoHRE-এর শ্রম আবাসন সিস্টেমে করতে হবে।

বাংলাদেশি শ্রমিকদের জন্য কী মানে এসব পরিবর্তনের?

এই নতুন নিয়মে বাংলাদেশি গৃহকর্মীদের জন্য কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। যেমন এখন থেকে ভিসা ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়বে, কর্মস্থলে যাওয়ার আগে প্রশিক্ষণের সুযোগ পাওয়া যাবে, দুর্ভোগ কমবে কারণ নিয়োগ সংস্থাগুলোর ওপর নির্ভরতা বাড়ছে, মালিকদের নয়, আইন অনুযায়ী আবাসনের নিশ্চয়তা থাকবে।

যেসব রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ থেকে গৃহকর্মী প্রেরণ করে, তাদের এখন UAE-র নতুন নিয়ম অনুযায়ী লাইসেন্সিং ও প্রস্তুতি নিতে হবে।

তথ্যসূত্র: গালফ নিউজ 

Logo