Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ভিসা বাতিলের পর ইউএইতে কতদিন থাকতে পারবেন?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:২৪

সংযুক্ত আরব আমিরাতে কাজের ভিসা বা অন্য রেসিডেন্স ভিসা বাতিল হওয়ার পর ৩০ দিন থেকে সর্বোচ্চ ১৮০ দিন পর্যন্ত থাকার সুযোগ বা “গ্রেস পিরিয়ড” দেওয়া হয়। এই সময়ের মধ্যে আপনাকে হয় নতুন ভিসার আবেদন করতে হবে অথবা দেশ ত্যাগ করতে হবে।

ওভারস্টে করলে কী হয়? 

গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পরও যদি কেউ ইউএইতে থেকে যান, তাহলে তাকে জরিমানা ও আইনি জটিলতার সম্মুখীন হতে হবে।

ভিসা বাতিলের প্রক্রিয়া: 

কর্মসংস্থান (Employment) ভিসার ক্ষেত্রে-

কর্মী চাকরি ছাড়লে বা বরখাস্ত হলে, চাকরিদাতাকে (employer) MOHRE (Ministry of Human Resources and Emiratisation)-এর মাধ্যমে ভিসা বাতিলের আবেদন করতে হয়।

কর্মীকে অবশ্যই এই বাতিলের ফর্মে স্বাক্ষর করতে হয়।

গ্রেস পিরিয়ড কতদিন কার জন্য? 

- সাধারণ চাকরির ভিসা ৩০ দিন।

- উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবী (Skill-based professionals – 1st/2nd category) ৯০ দিন।

- গোল্ডেন ভিসার সদস্যের পরিবারের সদস্য ১৮০ দিন।

- বিনিয়োগকারী ও ফ্রিল্যান্সার ৬০-৯০ দিন।

- ছাত্র বা শিক্ষার্থীরা ৬০-৯০ দিন (বিশ্ববিদ্যালয় সনদ অনুযায়ী)।

গ্রেস পিরিয়ড শুরু হয় ভিসা বাতিলের দিন থেকে গণনা করে।

যদি আপনি নতুন চাকরি পান, তাহলে নতুন নিয়োগকর্তা আপনার জন্য নতুন ভিসার আবেদন করতে পারবেন গ্রেস পিরিয়ডের মধ্যেই। ভিসা পরিবর্তনের জন্য আবেদন করতে চাইলে সময় নষ্ট না করে দ্রুত উদ্যোগ নিন এবং দেশ ত্যাগ করতে হলে গ্রেস পিরিয়ড শেষ হওয়ার আগেই ভ্রমণ পরিকল্পনা করুন।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo