Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

হজ ২০২৫: মক্কায় প্রবেশে কড়াকড়ি, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:২২

হজ ২০২৫: মক্কায় প্রবেশে কড়াকড়ি, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজ ২০২৫ উপলক্ষে মক্কায় প্রবেশের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির সরকার জানিয়েছে, বাসিন্দা ও বিদেশি ভ্রমণকারীরা অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না। 

উমরাহর শেষ সময় 

- সৌদি আরবে প্রবেশের শেষ দিন ১৩ এপ্রিল ২০২৫

- সৌদি থেকে বের হওয়ার শেষ দিন ২৯ এপ্রিল ২০২৫

উমরাহ করতে চাইলে নুসুক অ্যাপ থেকে অনুমতি নিতে হবে। 

মক্কায় প্রবেশে শর্ত

২৩ এপ্রিল ২০২৫ থেকে নিচের যে কোনো একটির অনুমতি ছাড়া কেউ মক্কায় ঢুকতে পারবে না:

- কাজের পারমিট

- রিয়াদ থেকে ইস্যু করা আকামা

- বৈধ হজ পারমিট

উমরাহ পারমিট বন্ধ থাকবে

- ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত নুসুক অ্যাপে উমরাহ পারমিট বন্ধ থাকবে।

সাধারণ ভিসা থাকলেও মক্কায় ঢোকা যাবে না

- ২৯ এপ্রিল ২০২৫ থেকে সব ধরনের ভিসাধারীদের জন্য মক্কায় প্রবেশ নিষিদ্ধ, যদি না হজ ভিসা থাকে।

যারা নিয়ম মানবেন না, তারা জরিমানা ও শাস্তির মুখোমুখি হতে পারেন।

তথ্যসূত্র: খালিজ টাইমস 

Logo