সৌদিতে এক সপ্তাহে গ্রেফতার ১৮,৬৬৯ অবৈধ প্রবাসী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:২০

সৌদি আরবে যৌথ নিরাপত্তা অভিযানে এক সপ্তাহে ১৮,৬৬৯ জন অবৈধ বিদেশিকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত দেশজুড়ে এই অভিযান পরিচালিত হয়।
আটকদের মধ্যে কেউ বাসস্থান আইনের, কেউ সীমান্ত নিরাপত্তা আইনের, আবার কেউ শ্রম আইনের লঙ্ঘন করেছেন বলে জানানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনকারী ১১,৮১৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৪,৩৬৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনকারী ২,৪৯০ জন।
সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় ১,৪৯৭ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৬৯% ইথিওপিয়ান, ২৭% ইয়েমেনি ও ৪% অন্যান্য দেশের নাগরিক। এছাড়া ৫৯ জনকে আটক করা হয়েছে যারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন।
এর মধ্যে ২৫,৭৫৪ জনকে তাদের নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি প্রস্তুতের জন্য। বাকিদের মধ্যে ২,২৭৯ জনের ভ্রমণ সংক্রান্ত কার্যক্রম চলমান। ৮,১২৬ জনকে সৌদি আরব থেকে ডিপোর্ট করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, যারা অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন বা কাজের সুযোগ দিচ্ছে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
শাস্তির পরিমাণ সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং পরিবহনের যানবাহন ও আশ্রয়ের বাড়ি জব্দ করা হবে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে, অবৈধ অবস্থানকারীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে।
তথ্যসূত্র: সৌদি গেজেট