ইউএইতে নতুন ট্রাফিক আইন
আমিরাতে যত্রতত্র রাস্তা পার হলে ১০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০০:১৫

সংযুক্ত আরব আমিরাতে নতুন ট্রাফিক আইন জারি হয়েছে। নতুন আইন অনুযায়ী নির্ধারিত পথ ছাড়া রাস্তা পার হলে জেল ও জরিমানার মুখে পড়তে পারেন পথচারীরা।
২০২৪ সালের জানুয়ারিতে শুধু দুবাইতেই প্রায় ৪৪ হাজার জন মানুষ জেব্রাক্রসিং না মেনে রাস্তা পার হয়েছিলেন এবং এই সময়কালে গাড়িচাপায় ৮ জনের মৃত্যু হয়েছে। নির্ধারিত পথ ছাড়া রাস্তা পার হওয়া যদিও অনেক সময় দ্রুত এবং সুবিধাজনক মনে হয় কিন্তু এটি অনেক সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।
এই সমস্যা মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাত ২৯ মার্চ থেকে একটি নতুন ট্রাফিক আইন কার্যকর করেছে, যা আরো কঠোর জরিমানা ও শাস্তির ব্যবস্থা করেছে। নতুন এই আইন অনুযায়ী, যারা ট্রাফিক নিয়ম না মেনে রাস্তা পার হন, তাদের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি উভয় রকম শাস্তি বিধান রাখা হয়েছে।
নতুন আইনের আওতায় কঠোর শাস্তি
বর্তমান আইনে নির্ধারিত পথ ছাড়া রাস্তা পার হলে ৪০০ দিরহাম জরিমানা করা হয়। কিন্তু ২০২৪ সালের ফেডারেল ডিক্রি অনুযায়ী, যদি কেউ এমনভাবে রাস্তা পার হয়ে দুর্ঘটনার কারণ হন, তাহলে শাস্তি আরো কঠোর হবে। আইনে আরো বলা হয়েছে, পথচারী, বাইসাইকেল চালক, ই-স্কুটার চালক অথবা যে কেউ ব্যক্তি পরিবহন ব্যবহারে রাস্তার মাঝখানে থামতে পারবেন না বা অননুমোদিত স্থানে রাস্তা পার হতে পারবেন না।
জেব্রাক্রসিং ছাড়া রাস্তা পারাপার বন্ধ করতে সরকার জরিমানার পরিমাণ অনেক বাড়িয়েছে:
• যদি কেউ অননুমোদিত স্থান থেকে রাস্তা পার হয়ে ট্রাফিক দুর্ঘটনার কারণ হন, তাহলে পথচারীকে কারাদণ্ড এবং ৫ হাজার থেকে ১০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে।
• ৮০ কিমি/ঘণ্টা বা তার বেশি গতিসীমার রাস্তায় কেউ নিয়ম না মেনে রাস্তা পার হলে, তাকে ফৌজদারি বা দেওয়ানি দায় নিতে হতে পারে।
• এই ধরনের উচ্চগতির এলাকায়, অপরাধীর কমপক্ষে ৩ মাসের জেল এবং অন্তত ১০ হাজার দিরহাম জরিমানা অথবা উভয় শাস্তিই হতে পারে।
জেব্রাক্রসিংয়ের শাস্তি এড়ানোর উপায়
জেব্রাক্রসিং মূলত রাস্তা পারাপারের পথ। যখন সবুজ সংকেত জ্বলে তখনই এই পথ ধরে চলাচল করা হয়। ট্রাফিক বিশেষজ্ঞরা বলছেন, জরিমানা এড়ানোর উপায় হলো, শুধু সবুজ সংকেত থাকলেই রাস্তা পার হতে হবে। যদিও আমিরাতের সরকার নিরাপদভাবে রাস্তা পার হওয়ার জন্য সাবওয়ে, ফুটওভার ব্রিজ এবং স্মার্ট পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ের মতো নানা সুবিধা করে দিয়েছে।
দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি পথচারীদের নিরাপদ থাকার জন্য নানান পরামর্শ দিয়েছে
১. জেব্রাক্রসিং ব্যবহার করার সময় মোবাইলে কথা বলা বা মেসেজ করা থেকে বিরত থাকুন।
২. রাস্তা পার হওয়ার সময় হেডফোন ব্যবহার না করা, চারপাশের প্রতি সচেতন থাকুন।
৩. রাস্তা পার হওয়ার আগে সব দিক ভালোভাবে দেখা ও শোনার চেষ্টা করা।
৪. রাস্তার কোণ দিয়ে পার হওয়া এবং ট্রাফিক সিগন্যাল অনুসরণ করা।
৫. যেখানে ফুটওভার ব্রিজ আছে, তা ব্যবহার করা।
৬. পথচারী পারাপারের সংকেত লাল থাকলে কখনোই রাস্তা পার না হওয়া।
৭. চালকদের চোখের দিকে তাকানো এবং নিশ্চিত যে গাড়ি সব থেমে গেছে, তারপর রাস্তা পার হওয়া।
৮. রাতে হাঁটার সময় প্রতিফলক বা ঝলমলে জামাকাপড় পরা।
৯. যদি ফুটপাত না থাকে, তাহলে গাড়ি আসার বিপরীত দিকে মুখ করে হাঁটুন যাতে যানবাহন আসা দেখতে পারেন।
এই নিয়মগুলো মানলে আপনি নিজেকে এবং অন্যদের নিরাপদ রাখতে পারবেন এবং জরিমানাও এড়াতে পারবেন।