Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ভিসা সেবা এখন আরো দ্রুত হবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:৩৫

আমিরাতে ভিসা সেবা এখন আরো দ্রুত হবে

সংবাদের অডিও শুনতে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি অথরিটি (ICP) বৃহস্পতিবার তাদের নতুন সংস্করণ ওয়েবসাইট চালু করেছে। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন ভিসা ও রেসিডেন্সি সংক্রান্ত সেবাগুলো আরো দ্রুত, সহজ এবং নিরাপদভাবে পাওয়া যাবে।

আইসিপি জানায়, নতুন ওয়েবসাইটটি ব্যবহারকারীদের জন্য আরো সহজ ইন্টারফেস এবং উন্নত লোডিং সময় সরবরাহ করবে, ফলে সময়ক্ষেপণ কমবে।

নতুন কী থাকছে ওয়েবসাইটে 

- ভয়েস নেভিগেশন: টাইপ বা স্ক্রল না করেই কণ্ঠস্বরের মাধ্যমে তথ্য খোঁজা যাবে।

- ইন্টার‍্যাকটিভ গাইড: সেবাগুলো বিভাগ অনুযায়ী সাজানো, যেখানে শর্তাবলি ও প্রক্রিয়া সহজভাবে উপস্থাপিত।

- ফ্লেক্সিবল অ্যাক্সেস অপশন: রং, ফন্ট ও নেভিগেশন আরো উন্নত, যাতে সকল ব্যবহারকারীর সুবিধা হয়।

আইসিপি’র মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল আল খাইলি বলেন, “আমরা গ্রাহকদের ২৪ ঘণ্টা মানসম্পন্ন সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন প্ল্যাটফর্ম তারই প্রতিফলন।”

ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে নাগরিকরা ICP'র বিভিন্ন উদ্যোগ, প্রকল্প ও কর্মকাণ্ড সম্পর্কেও নিয়মিত আপডেট পেতে পারবেন।

তথ্যসূত্র: খালিজ টাইমস

Logo