
সংযুক্ত আরব আমিরাতে বিবাহবিচ্ছেদের সংখ্যা বাড়ছে। তুচ্ছ কারণে বিচ্ছেদের সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন আমিরাতের বিচার মন্ত্রণালয়।
সংযুক্ত আরব আমিরাতের বিচার মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, এমন ঘটনাও ঘটেছে যেখানে কিছু বিয়ে মাত্র কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে ভেঙে গেছে।
২০২৪ সালে আমিরাতে মোট ৪৪৮টি বিবাহবিচ্ছেদ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে একটি বিচ্ছেদ ঘটেছে বিয়ের ২৪ ঘণ্টার মধ্যেই।
অসংগতিপূর্ণ সম্পর্ক, ব্যক্তিত্বের সংঘাত এবং সমস্যা সমাধানের দক্ষতার অভাবকে এসব দ্রুত বিচ্ছেদের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ডিভোর্সের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বিচ্ছেদের মোট ৪৪৮টি ঘটনার মধ্যে শারজায় ২১৭টি, আজমানে ১৩৯টি, ফুজাইরাহতে ৭০টি, উম্ম আল কুয়াইন ২২টি।
এসব ডিভোর্সের ঘটনায় ১৯৮টি দম্পতি ছিলেন আমিরাতি নাগরিক, ১৩৫টি দম্পতি ছিলেন প্রবাসী, ১০২টি ক্ষেত্রে স্বামী ছিলেন আমিরাতি এবং স্ত্রী ছিলেন ভিন্ন জাতীয়তার।
বিয়ের কয়েক দিনের মধ্যে বিচ্ছেদের কারণ
দেশটির আইন বিশেষজ্ঞ, পরিবার বিশেষজ্ঞ ও সমাজ গবেষকদের মতে, দ্রুত বিবাহবিচ্ছেদের অন্যতম কারণ হলো– দম্পতিদের মধ্যে অসামঞ্জস্যতা, ভুল জীবনসঙ্গী নির্বাচন, ব্যক্তিত্বের সংঘাত, সমস্যা সমাধানের দক্ষতার অভাব।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এবং পরিবারের অতিরিক্ত হস্তক্ষেপকে বিবাহবিচ্ছেদের অন্যতম অনুঘটক হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের পারিবারিক আইন
সংযুক্ত আরব আমিরাতের ব্যক্তিগত অবস্থা আইন (Federal Law No. 28 of 2005) অনুযায়ী, দেশটিতে বসবাসরত প্রবাসীরা বিবাহ ও বিচ্ছেদের ক্ষেত্রে নিজেদের দেশের আইনের অনুসরণ করতে পারেন, যদি তা তাদের স্বার্থ রক্ষা করে। আইন বিশেষজ্ঞ ড. ফাতিমা আল নিয়াদি বলেন, “ব্যক্তিত্ব, আগ্রহ, শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড এবং সামাজিক প্রত্যাশার অসামঞ্জস্যতা বিবাহবিচ্ছেদের প্রধান কারণ। এটি শুধু আমিরাত নয়, বরং বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।”
এছাড়া উচ্চ মহর, বিয়ের উচ্চ খরচ ও দাম্পত্য জীবনের ক্ষমতার লড়াইও বিবাহবিচ্ছেদের পেছনে বড় কারণ হিসেবে কাজ করছে।
২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন সংশোধিত পারিবারিক আইন চালু করেছে, যা সামাজিক সংহতি জোরদার করা, পারিবারিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং পরিবারকে সমাজে শক্তিশালী ভূমিকা রাখতে সাহায্য করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ