Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাই ভিজিট ভিসার আবেদন বাতিল কেন হয়?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ২৩:৫২

দুবাই ভিজিট ভিসার আবেদন বাতিল কেন হয়?

মাঝে মাঝেই শোনা যায়, দুবাই ভিজিট ভিসার আবেদন ফিরিয়ে দেয়া হয়েছে বা প্রত‍্যাখ‍্যান করা হয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই এসব দাবি করা হয়। 

কিন্তু, এমনটা হয় কেন? পেছনের কারণটা কী? এনিয়ে একটি প্রতিবেদন ছেপেছে দৈনিক খালিজ টাইমস্। 

দুবাইয়ের নাম করা ট্রাভেল এজেন্টদের সাথে কথা বলে জানা গেছে, যারা দুবাইয়ে ভিজিট ভিসায় আবেদন করেন তারা প্রায় সময়ই ভিসার শর্তগুলো পূরণ করতে ব‍্যর্থ হন। কারো কারো ক্ষেত্রে হোটেল বুকিং থাকে না, অনেক সময় রিটার্ন টিকিটও দেখাতে পারেন না আবেদনকারী। অনেক সময় আবেদনকারীর এ‍কাউন্টে পর্যাপ্ত টাকাও থাকে না। এমন ঘটনা ঘটলে ভিসা কর্মকর্তারা আবেদনকারীর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। তারা বুঝতে পারেনা আবেদনকারী ভিজিট ভিসায় গিয়ে সেখানে থেকে যাবেন নাকি আবার নিজ দেশে ফিরে আসবেন। ফলে ভিসা কর্মকর্তা ভিসা আবেদন বাতিল করে দেন। 

তাই সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন কর্তৃপক্ষ ব‍্যাংকে পর্যাপ্ত টাকা থাকা, হোটেল বা আবাসনের প্রমাণ থাকা ও ভিজিট ভিসার মেয়াদ শেষ হবার আগেই রিটার্ন টিকিট থাকার বিষয়ে বাধ‍্যতামূলক করেছে। 

দুবাইয়ের একটি ট্রাভেল এজেন্ট আরব ওয়ার্ল্ড ট‍্যুরিজমের অপারেসন্স ম‍্যানেজার শেরাস শরাফ জানান, ভিসা আবেদন বাতিল হবার অন‍্যতম কারণ হলো, ডামি ফ্লাইট ও হোটেল বুকিং যা ভিসা অফিসার যাচাই করতে পারেন না। 

তিনি আরো জানান, দুবাইয়ে ভিজিট ভিসা পেতে, আবেদনে পর্যাপ্ত তথ‍্য না থাকা, সাথে টাকা থাকার প্রমাণ, পূর্নাঙ্গ ভ্রমণ পরিকল্পনা না থাকাও ভিসা প্রত‍্যাখ‍্যাত হবার অন‍্যতম কারণ। ফলে যাদের ভিসার মেয়াদ শেষ হবার পরেও দেশটিতে থেকে যাবার সম্ভাবনা থাকবে তাদের বিষয়ে অভিবাসন কর্তৃপক্ষ সতর্ক দৃষ্টি রাখছে। সেই কারণে তাদের ভিসা আবেদন খারিজও হচ্ছে বেশি। তাই আতংকও ছড়াচ্ছে। 

ট্রাভেল এজেন্ট কর্মকর্তারা আরো জানাচ্ছেন, যদি অল্প সময়ের জন‍্য কেউ দুবাই ঘুরতে যেতে চান, তাহলে আবাসন পরিকল্পনা বা হোটেল বুকিং আর ট্রাভেল প্ল‍্যান জানালে তাদের ভিসা দেয়া হচ্ছে।  

ট্রাভেল এজেন্ট কর্মকর্তাদের আরো পরামর্শ, বৈধ রিটার্ন টিকিট, যেখানটায় থাকবেন তার প্রমাণ, তা হতে পারে হোটেল বা আত্মীয়ের বাড়ি যাই হোক, যেখানেই থাকুন না কেন জানান এবং পর্যাপ্ত অর্থ সঙ্গে রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যে নির্ধারিত দিনের জন্য অনুমতি পেয়েছেন, তার মধ্যে দেশ থেকে বেরিয়ে আসুন, যাতে আপনি আবার ইউএই সফর করতে পারেন। 

খালিজ টাইমস্ এর প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা বা ভ্রমণে শর্ত পূরণ করে আবেদন করার কারণে, সাম্প্রতিক সময়ে বেশি মানুষ ভিজিট ভিসায় দুবাই যেতে পারছেন। 


তথ‍্যসূত্র: খালিজ টাইমস্ 

Logo