সৌদি আরবের পবিত্র কাবা শরীফ কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহষ্পতিবার ৫লাখ হাজি ওমরাহ পালন করেছেন। এটি সৌদি আরবে একদিনে সর্বোচ্চ সংখ্যক হাজির ওমরাহ পালনের রেকর্ড। মুসলিম বিশ্বে চলছে পবিত্র রোজার মাস। রোজার মাসে মধ্যপ্রাচ্য তো বটেই, সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ওমরাহ করতে যান। রোজা মাসে হাজিদের উপস্থিতি অন্যান্য মাসের তুলনায় অনেক বেড়ে যায়। মক্কার পাশাপাশি মদিনাতে হাজিদের উপস্থিতি বেশি বলে জানিয়েছে সৌদি সরকার।
হাজিদের চলাচল ও উপস্থিতি গণনা সুচারুভাবে করতে এবছর থেকে আধুনিক ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কাবা শরিফের প্রধান দরোজাগুলোতে রিডার সেন্সর যা রিয়েল-টাইমে হাজিদের সংখ্যা গণনা করে।
এছাড়া মক্কার কাবা শরীফে স্মার্ট ক্যামেরা লাগানো হয়েছে যাতে করে ওমরাহ পরিচালনা কর্তৃপক্ষ হাজিদের ভীড় ও নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণ কাবা শরীফের নিরাপত্তা নিশ্চিত করা, হাজিদের প্রবেশ ও প্রস্থানের প্রবাহ ঠিক রাখা ও ভীড় সামলাতে দ্রুত কাজ করতে পারা।
নতুন এই ব্যবস্থার মাধ্যমে এক দিনে রেকর্ডসংখ্যক হাজির উপস্থিতি রেকর্ড করা হয়েছে, যা প্রায় ৫ লাখের মাইলফলক স্পর্শ করেছে।
এই প্রযুক্তিগত পদক্ষেপের পাশাপাশি, মক্কার নিরাপত্তা টহল দল হাজিদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে সদা সতর্ক রয়েছে। বিশেষ করে রমজান মাসে, যখন হাজিদের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কর্মকর্তারা ভীড় নিয়ন্ত্রণ, বয়স্কদের সহায়তা, হারিয়ে যাওয়া শিশুদের পরিবারে ফিরিয়ে দেওয়া এবং দিকনির্দেশনা প্রদান — এসব কাজ সক্রিয়ভাবে পরিচালনা করছেন। পবিত্র রমজান মাসে কাবা শরিফে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে মক্কার নিরাপত্তা টহল দল দিনরাত কাজ করে যাচ্ছে।
মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট।
logo-1-1740906910.png)