মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৭ জানুয়ারি ২০২৬
এক্সিট পারমিট সহজ করল কুয়েত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১৬:১৬
কুয়েত
এক্সিট পারমিট সহজ করল কুয়েত
প্রবাসী কর্মীদের এক্সিট পারমিট নেওয়ার নিয়ম আগের চেয়ে অনেক সহজ করার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। সরকার জানিয়েছে, এখন থেকে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল করা হয়েছে।
যেখানে সাহেল অ্যাপ ও অনলাইন ম্যানপাওয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে খুব সহজেই এক্সিট পারমিট আবেদন ও অনুমোদন পাওয়া যাবে। এর পাশাপাশি নতুন প্রি-অ্যাপ্রোভাল সিস্টেম চালু করা হয়েছে, যার মাধ্যমে নিয়োগকর্তারা আগেই তাদের কর্মীদের এক্সিট পারমিট অনুমোদন করে রাখতে পারবেন। ফলে শেষ মুহূর্তে অনুমতির জন্য দৌড়াদৌড়ি বা দেরির আশঙ্কা কমবে। কুয়েত সরকারের এই সিদ্ধান্ত দেশটির ডিজিটাল রিফর্ম ও প্রশাসনিক প্রক্রিয়া আধুনিকীকরণ পরিকল্পনার অংশ। আর এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন প্রবাসী কর্মীরা। কারণ এখন তাদের ভ্রমণ হবে দ্রুত, সহজ ও ঝামেলামুক্ত।
সৌদি আরব
মেডিকেল চেকআপের জন্য সৌদি বাদশা হাসপাতালে
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি আবার হাসপাতাল ছেড়ে গেছেন। সৌদি গেজেট জানিয়েছে, তাকে গত শুক্রবার রাজধানীর কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে রুটিন হেলথ চেকআপের জন্য বাদশাকে ভর্তি করা হয়। সৌদি বাদশাহর রয়াল কোর্টের বরাত দিয়ে সৌদি গেজেট আরো জানিয়েছে, এটি একটি রুটিন হেলথ চেকআপের অংশ। সৌদি বাদশা সম্পূর্ণ সুস্থ আছেন। চেকআপের পর একই দিনে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। সৌদির রাজপরিবার বাদশার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, গত বছর ফুসফুসের প্রদাহজনিত কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিং সালমান বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশের সর্বোচ্চ নেতা। ২০১৫ সাল থেকে সৌদি আরবের বাদশা হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন।
সংযুক্ত আরব আমিরাত
লাইভ স্ট্রিমিং করায় আবুধাবিতে ড্রাইভার আটক
ড্রাইভিংয়ের সময় লাইভ স্ট্রিমিং করার দায়ে এক ড্রাইভারকে আটক করেছে আবুধাবি পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই ড্রাইভার গাড়ি চালানোর সময় সামাজিক মাধ্যমে তা প্রচার করছিলেন। গালফ নিউজের খবরে বলা হয়েছে, সেই চালক সোশ্যাল মিডিয়ার লাইভ কনটেন্ট তৈরি করছিলেন, পাশাপাশি স্পিড ট্র্যাক ও হেভি ট্রাফিকের মধ্যেই বারবার লেন বদলাচ্ছিলেন, সাথে হার্ড শোল্ডার ব্যবহার করে ওভারটেক করছিলেন। যার প্রত্যেকটিই ট্রাফিক আইনের লঙ্ঘন। ড্রাইভারটি কোন দেশের নাগরিক, তা না জানালেও আবুধাবি পুলিশ স্পষ্ট করে বলেছে, দেশটিতে ড্রাইভিং সোশ্যাল মিডিয়ার স্টান্ট বা শো অফ করার জায়গা নয়। যারা এমন আচরণ করবে, তাদের কঠোর আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে হবে। আবুধাবি পুলিশ নাগরিক ও প্রবাসীদের নিয়ম মেনে, মনোযোগের সাথে গাড়ি চালাতে এবং চলন্ত অবস্থায় মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার এড়িয়ে চলতে বলেছে।
বাহরাইন
বাহরাইনে অগ্নিকাণ্ড
বাহরাইনের আরাদ এলাকায় বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে। মিনি হেরিটেজ ভিলেজে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই এলাকায় ধোঁয়ার মেঘ উড়তে দেখা যায়। এতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। তবে বাহরাইনের সিভিল ডিফেন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সফলভাবে নিভিয়ে দিতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যদিও আগুনে হেরিটেজ ভিলেজে থাকা কিছু ভবন ও স্থাপনার বেশ ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির ফায়ার সার্ভিস। এই ঘটনায় অনেকেই বাহরাইনের জরুরি পরিষেবার দ্রুত একশনের প্রশংসা করছে।
logo-1-1740906910.png)