বাহরাইনে আইডি ও রেসিডেন্সি পারমিটের মেয়াদ নিয়ে বিতর্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪
বাহরাইনে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট আইডি) ও রেসিডেন্সি পারমিটের মেয়াদ এক করার বিষয়ে সংসদে বিতর্ক শুরু হয়েছে। বর্তমানে অনেক প্রবাসীর আইডি ও রেসিডেন্সি পারমিটের মেয়াদ আলাদা হওয়ায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়। এ কারণে সংসদ সদস্যরা প্রস্তাব করেছেন, দুটি নথির মেয়াদ যেন একই সঙ্গে শেষ হয়। গালফ ডেইলি নিউজ এ সংবাদ দিয়েছে।
প্রস্তাবের পক্ষে আইনপ্রণেতারা যুক্তি দিয়েছেন, প্রবাসীদের জন্য এটি হবে আরো সহজ ও স্বচ্ছ ব্যবস্থা। আলাদা মেয়াদ থাকায় অনেক সময় প্রবাসীদের অতিরিক্ত খরচ ও ঝামেলায় পড়তে হয়। একই মেয়াদ থাকলে নবায়ন প্রক্রিয়া সহজ হবে এবং প্রশাসনিক ব্যয়ও কমবে।
তবে কিছু সদস্য সতর্ক করেছেন, এ ধরনের পরিবর্তন বাস্তবায়নে প্রযুক্তিগত ও আইনি জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদি রেসিডেন্সি পারমিট পান, তাদের ক্ষেত্রে আইডির মেয়াদ মিলিয়ে দেওয়া হলে নতুন করে কারিগরি সমন্বয় প্রয়োজন হবে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। তারা মনে করেন, প্রবাসীদের জন্য সুবিধা বাড়াতে হলে নীতিগত পরিবর্তন জরুরি। তবে একই সঙ্গে নিরাপত্তা ও আইনি কাঠামোও বিবেচনায় রাখতে হবে।
logo-1-1740906910.png)