Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে নতুন মাল্টিপল-ট্রিপ এক্সিট পারমিট চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩২

কুয়েতে নতুন মাল্টিপল-ট্রিপ এক্সিট পারমিট চালু

কুয়েত প্রবাসীদের জন্য নতুন মাল্টিপল-ট্রিপ এক্সিট পারমিট চালু করেছে। এর ফলে কর্মী ও নিয়োগকর্তারা একাধিক ভ্রমণের অনুমতি একসঙ্গে নিতে পারবেন। আগে প্রতিটি ভ্রমণের জন্য আলাদা করে পারমিট নিতে হতো, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল। নতুন সেবা চালুর মাধ্যমে প্রবাসীদের জন্য ভ্রমণ প্রক্রিয়া আরো সহজ হবে। আরব টাইমসের প্রতিবেদন মতে, পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার (PAM) জানিয়েছে, এই পারমিট অনুমোদনের পর তথ্য স্বয়ংক্রিয়ভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিস্টেমে যুক্ত হবে। ফলে ভ্রমণকারীদের আলাদা করে তথ্য জমা দিতে হবে না। অনুমোদিত পারমিট যে কোনো সময় প্রিন্ট করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে। প্রবাসীরা চাইলে “As’hal” পোর্টাল অথবা “Sahl Business/Individuals” অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নতুন সেবার মাধ্যমে আবেদনকারীরা একক বা মাল্টিপল-ট্রিপ পারমিট বেছে নিতে পারবেন এবং মেয়াদও নির্ধারণ করতে পারবেন। এটি কুয়েত সরকারের চলমান ডিজিটাল রূপান্তর উদ্যোগের অংশ। কর্মকর্তারা জানিয়েছেন, নতুন সেবা সময় ও খরচ সাশ্রয় করবে এবং প্রশাসনিক জটিলতা কমাবে।

প্রবাসী কর্মীদের জন্য এটি একটি বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে। আগে প্রতিবার ভ্রমণের জন্য আলাদা করে অনুমতি নিতে গিয়ে অনেক সময় নষ্ট হতো। এখন একবারে মাল্টিপল-ট্রিপ পারমিট নেওয়া যাবে, যা ভ্রমণকে আরো সহজ করবে। নিয়োগকর্তাদের জন্যও প্রশাসনিক চাপ কমবে।

কুয়েতের ডিজিটাল সেবা ব্যবস্থায় এটি একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রবাসীরা মনে করছেন, নতুন সেবা তাদের জীবনযাত্রা সহজ করবে এবং কর্মসংস্থান ও ভ্রমণ সংক্রান্ত নথি ব্যবস্থাপনা আরো কার্যকর হবে।

Logo