Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৫ জানুয়ারি ২০২৬

ইরান-মার্কিন উত্তেজনা: নাগরিক ও প্রবাসীদের সতর্ক করল কাতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১৬:৩২

ইরান-মার্কিন উত্তেজনা: নাগরিক ও প্রবাসীদের সতর্ক করল কাতার

কাতার

ইরান-মার্কিন উত্তেজনা: নাগরিক ও প্রবাসীদের সতর্ক করল কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি থেকে সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জিডিএন অনলাইন।

এর আগে গত বছরের জুনে ইসরায়েল-ইরান সংঘাতের সময় এই ঘাঁটিতেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সেই অভিজ্ঞতার প্রেক্ষাপটেই এবার আগাম সতর্কতা হিসেবে সেনা প্রত্যাহার করা হয়েছে।

এদিকে সৌদি আরব, কাতার ও ওমান এই তিন দেশ যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা না করার আহ্বান জানিয়েছে। গালফ অঞ্চলের দেশগুলো সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হলে পুরো অঞ্চলে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে। 

অন্যদিকে, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিক, বাসিন্দা ও প্রবাসীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সব নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই প্রেক্ষাপটে কুয়েত সরকার নাগরিক ও প্রবাসীদের গুজবে কান না দিয়ে শুধু সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।


সৌদি আরব

সৌদিতে মার্কিনিদের নিরাপত্তা সতর্কতা

গালফ অঞ্চলে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের মিশনে কর্মরত কর্মীদের সতর্ক করেছে মার্কিন কর্তৃপক্ষ। নিউজ অব বাহরাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, চলাচলের আগে সর্বশেষ নিরাপত্তা আপডেট সম্পর্কে নিশ্চিত হতে হবে। বিশেষ করে যে কোনো সামরিক স্থাপনার আশপাশে চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে কর্মীদের ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে। সব কর্মীকে পাসপোর্ট হালনাগাদ রাখতে এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া জনসমাগম বেশি- এমন স্থান এড়িয়ে চলতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।


কুয়েত

কুয়েতে সাইরেন পরীক্ষার ঘোষণা

গালফ অঞ্চলের উত্তেজনার প্রেক্ষাপটে আগামী ১৯ জানুয়ারি দেশটির জরুরি সতর্কতার সাইরেনগুলো পরীক্ষা করার ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণায় জানানো হয়েছে, এটি রুটিন চেকআপ এবং জরুরি প্রস্তুতির অংশ। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এই পরীক্ষা সাধারণ জনগণকে কোনো ধরনের আতঙ্কিত করার উদ্দেশ্যে নয়, বরং সাইরেনগুলো জরুরি পরিস্থিতিতে সঠিকভাবে কাজ করছে কিনা, তা বুঝতে এবং জনসাধারণকে জরুরি অবস্থায় সতর্ক করবে বলেই করা হচ্ছে। কুয়েত সরকার নাগরিক ও প্রবাসীদের গুজবে কান না দিয়ে, কেবল সরকারি ও অফিসিয়াল সূত্র থেকে তথ্য জানতে বলা হয়েছে।   


বাহরাইন

বাহরাইনে সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা

বাহরাইন যে কোনো ধরনের সমাবেশ ও গণজমায়েতের বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। কোনো ধরনের গণজমায়েতের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাহরাইনের পুলিশ। যদিও এই ঘোষণা এসেছে চাকরিপ্রার্থী বাহরাইনি নাগরিকদের বিষয়ে। তবু দেশটিতে থাকা প্রবাসীদেরও এসব সতর্কবার্তা মানা প্রয়োজন। এছাড়া ইরানে সম্ভাব্য মার্কিন হামলার বিষয়েও সতর্ক থাকা দরকার বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। বাহরাইন দ্বীপ দেশ হলেও বাহরাইনে আছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর। এছাড়া দেশটিতে রয়েছে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তর। ফলে ইরান-মার্কিন সংঘাত শুরু হলে সতর্ক থাকতে হবে বাহরাইনে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও।

Logo