কাতার থেকে ইউরোপ-যুক্তরাষ্ট্রে পাঠানোর নামে প্রতারণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:০০
কাতারে অবস্থানরত কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অভিবাসনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দোহায় বাংলাদেশ দূতাবাস।
১৪ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, প্রতারকরা উন্নত জীবনের আশ্বাস দিয়ে নানা কৌশলে বাংলাদেশিদের আগ্রহী করে তুলছে। অনেক প্রবাসী এসব প্রলোভনে পড়ে বিপুল অর্থ ব্যয় করছেন এবং শেষ পর্যন্ত প্রতারিত হয়ে সর্বস্বান্ত হচ্ছেন। ইতোমধ্যে একাধিক অভিযোগ দূতাবাসে জমা পড়েছে।
দূতাবাস বলেছে, ইউরোপ বা আমেরিকায় যাওয়ার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রবাসীদের অনুরোধ করা হয়েছে, লোভের বশবর্তী হয়ে যেন কেউ অর্থ না দেন এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন।
logo-1-1740906910.png)