বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার হুমকি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০০:৫৮
ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভে সামরিক হস্তক্ষেপ করে, তবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে। তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলো তাদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে। অ্যারাবিয়ান বিজনেসের নিউজে এ তথ্য দেয়া হয়েছে।
ইরানে চলমান বিক্ষোভ দমনে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তবে “খুব শক্ত প্রতিক্রিয়া” আসবে। এরই প্রেক্ষাপটে ইরান পাল্টা হুমকি দিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কাতার, আমিরাত ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেছে এবং স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে এসব দেশের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানা হবে। একই সঙ্গে ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে এবং বিচার বিভাগ দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু সেনাসদস্যকে কাতারের আল উদেইদ এয়ারবেস থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বড় ধরনের সরিয়ে নেওয়ার কোনো লক্ষণ নেই। এছাড়া ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
কাতারে মার্কিন সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার রয়েছে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিটের সদর দপ্তর এবং আমিরাতেও মার্কিন ঘাঁটি রয়েছে। ফলে ইরানের হুমকি কার্যকর হলে উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হবে।
logo-1-1740906910.png)