Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে অবৈধ সমাবেশে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০৯

বাহরাইনে অবৈধ সমাবেশে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা

বাহরাইন পুলিশ ঘোষণা করেছে, দেশে কোনো ধরনের অবৈধ সমাবেশ বা অনুমতি ছাড়া জনসমাবেশ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি রাজধানী মানামায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপ-পুলিশপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ড. শেখ হামাদ বিন মোহাম্মদ আল খলিফা এ সতর্কতা জারি করেন। তিনি বলেন, আইন ভঙ্গ করে সমাবেশ করলে তা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে এবং এ ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। সংবাদটি প্রকাশ করে গালফ ডেইলি নিউজ।

সরকার জানিয়েছে, নাগরিকদের কর্মসংস্থান ও উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত করার জন্য ইতোমধ্যেই জাতীয় কর্মসংস্থান প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরির আবেদন, ফলোআপ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন হচ্ছে। তাই জনগণকে আহ্বান জানানো হয়েছে বৈধ চ্যানেলের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে এবং অবৈধ সমাবেশ থেকে দূরে থাকতে।  

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ সমাবেশে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের সমাবেশে অংশ নিলে গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি হতে হবে। কর্তৃপক্ষ মনে করছে, অবৈধ সমাবেশ সাধারণত রাজনৈতিক বা সামাজিক অস্থিরতা সৃষ্টি করে, যা দেশের স্থিতিশীলতা ব্যাহত করে।

বাহরাইন সরকার বলছে, নাগরিকদের জন্য কর্মসংস্থান ও উন্নয়নমূলক উদ্যোগই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। তাই জনগণকে উৎসাহিত করা হচ্ছে যেন তারা বৈধ কর্মসংস্থান উদ্যোগে যুক্ত হয় এবং অবৈধ সমাবেশে না যায়। সরকারের মতে, জাতীয় কর্মসংস্থান প্ল্যাটফর্ম নাগরিকদের জন্য স্বচ্ছতা ও সহজলভ্যতা নিশ্চিত করছে।  

বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘোষণা মূলত রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অংশ। সরকার চাইছে, নাগরিকরা যেন কর্মসংস্থান ও উন্নয়নমূলক কার্যক্রমে মনোযোগী হয় এবং কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না করে। একই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা অবৈধ সমাবেশ দ্রুত নিয়ন্ত্রণ করে।

Logo