Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে অভিযানে ১২৭ জন অবৈধ প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০৭

বাহরাইনে অভিযানে ১২৭ জন অবৈধ প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার

বাহরাইনে অবৈধ প্রবাসী শ্রমিকদের বিরুদ্ধে চলমান অভিযানে ১২৭ জনকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। শ্রমবাজার নিয়ন্ত্রণে রাখতে এবং আইন ভঙ্গকারীদের শনাক্ত করতে এ অভিযান পরিচালনা করেছে লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি (এলএমআরএ)।  

গালফ ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৪ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৩০৩টি পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে ৩৯টি যৌথ অভিযানও ছিল। এসব অভিযানে ১৮ জন অনিয়মে জড়িত শ্রমিককে শনাক্ত করা হয় এবং ১২৭ জনকে বহিষ্কার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরো জোরদার করা হবে।  

বাহরাইন সরকার বলছে, শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। অনেক প্রবাসী বৈধ ভিসা ছাড়া কাজ করছেন, যা দেশের আইন অনুযায়ী অপরাধ। এ কারণে তাদের শনাক্ত করে বহিষ্কার করা হচ্ছে। একই সঙ্গে নিয়োগকর্তাদেরও সতর্ক করা হয়েছে, যাতে তারা অবৈধ শ্রমিক নিয়োগ না দেন।  

এলএমআরএ জানিয়েছে, এসব অভিযানের মাধ্যমে শ্রমবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। বৈধ শ্রমিকরা যাতে সঠিক সুযোগ পান এবং অবৈধ শ্রমিকদের কারণে বাজারে বিশৃঙ্খলা না হয়, সে বিষয়েও নজর দেওয়া হচ্ছে।  

বাহরাইনে বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক কাজ করেন, যাদের মধ্যে বাংলাদেশি শ্রমিকও রয়েছেন। এ ধরনের অভিযানে অনেক সময় বাংলাদেশি শ্রমিকও ক্ষতিগ্রস্ত হন। তাই প্রবাসীদের বৈধ ভিসা ও কাজের অনুমতি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।  

বিশ্লেষকরা বলছেন, অবৈধ শ্রমিকদের বহিষ্কার একদিকে শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনবে, অন্যদিকে বৈধ শ্রমিকদের জন্য সুযোগ বাড়াবে। তবে একই সঙ্গে প্রবাসীদের জন্য বার্তা স্পষ্ট- বাহরাইনে কাজ করতে হলে বৈধ কাগজপত্র থাকা বাধ্যতামূলক।

Logo