সৌদি আরবে তীব্র শীতের সতর্কতা, তাপমাত্রা শূন্যের নিচে নামতে পারে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০৬
সৌদি আরবজুড়ে তীব্র শীতের প্রবাহ শুরু হতে যাচ্ছে। জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, আজ থেকে শুরু হওয়া এই ঠান্ডা বাতাস কয়েক দিন ধরে দেশের উত্তর, মধ্য ও পূর্বাঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। কিছু এলাকায় তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
গালফ নিউজের প্রকাশিত প্রতিবেদনে আবহাওয়া দপ্তরের মুখপাত্র হুসেইন আল কাহতানি জানিয়েছেন, ঠান্ডা বাতাসের এই প্রবাহ অন্তত আটটি বড় অঞ্চলে প্রভাব ফেলবে এবং শনিবার পর্যন্ত তা অব্যাহত থাকবে। তিনি বলেন, কিছু এলাকায় তাপমাত্রা ৩ ডিগ্রি থেকে মাইনাস ১ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।
সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে তাবুক, আল জৌফ, নর্দার্ন বর্ডারস অঞ্চল, হাইল এবং মদিনা প্রদেশের উত্তরাঞ্চলে। এসব এলাকার বাসিন্দাদের হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিশেষ করে রাতের বেলায় তাপমাত্রা আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কাহতানি আরো জানান, ঠান্ডার প্রভাব আল কাসিম, রিয়াদের উত্তরাংশ এবং পূর্বাঞ্চলেও বিস্তৃত হবে। এসব এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে ১ ডিগ্রির মধ্যে থাকতে পারে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বাড়বে।
আবহাওয়াবিদরা বলছেন, সপ্তাহের মাঝামাঝি সময়ে উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে। এরপর ধীরে ধীরে ঠান্ডা বাতাস দক্ষিণ দিকে ছড়িয়ে পড়বে। তারা সতর্ক করে বলেছেন, ভোর ও রাতের শেষ ভাগে তাপমাত্রা সবচেয়ে কম থাকবে। তাই এ সময় বাইরে বের হলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
সৌদি কর্তৃপক্ষ নাগরিকদের পরামর্শ দিয়েছে, তারা যেন সরকারি আবহাওয়া দপ্তরের নিয়মিত আপডেট অনুসরণ করেন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেন। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য অতিরিক্ত শীত প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
logo-1-1740906910.png)