ওমানে জাতীয় মুদ্রাকে অসম্মান করায় প্রবাসী নারী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০৫
ওমানের জাতীয় মুদ্রা ওমানি রিয়ালকে অসম্মান করার অভিযোগে এক প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।
গালফ ডেইলি নিউজের প্রতিবেদন অনুযায়ী ভিডিওটিতে দেখা যায়, ওমানি ব্যাংক নোট একটি সিঙ্কে প্রবাহিত পানির নিচে রাখা হয়েছে। সঙ্গে দেওয়া ক্যাপশনে লেখা ছিল- “আমার পরিবার ভাবে আমি বিদেশে এভাবেই টাকা উপার্জন করি।” ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু করেছে তাদের অপরাধ অনুসন্ধান ও তদন্ত অধিদপ্তর। আনুষ্ঠানিকভাবে ওই নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, জাতীয় মুদ্রাকে অসম্মান করা দেশের আইন অনুযায়ী গুরুতর অপরাধ এবং এর মাধ্যমে রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ হয়।
ওমানি নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটির তীব্র নিন্দা জানিয়েছেন। অনেকেই বলেছেন, জাতীয় মুদ্রা শুধু অর্থনৈতিক লেনদেনের মাধ্যম নয়, বরং দেশের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতীক। তাই এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে বিদেশি নাগরিকদের প্রতি সতর্কবার্তা দেওয়া হয়েছে, যাতে তারা দেশের আইন ও সংস্কৃতিকে সম্মান করেন।
logo-1-1740906910.png)