বাহরাইনের হীদ শহরে এক ঠিকানায় ৪৯০টি পোস্টাল ব্যালট পাওয়ার ঘটনায় দেশটির প্রবাসী কমিউনিটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাইগ্রেশন কনসার্নেরর হাতে আসা বেশ কিছু ভিডিও বিশ্লেষণ ও দেশটিতে থাকা প্রবাসী সাংবাদিকদের কাছ থেকে তথ্য নিয়ে জানা গেছে, এক প্রবাসী বাংলাদেশির বাসায় বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট থাকার কথা জানতে পেরে সেখানে হানা দেন বাহরাইনের আরেকদল প্রবাসী বাংলাদেশি।
পোস্টাল ব্যালটে ভোট দিতে থাকা অবস্থায় তাদের হাতেনাতে ধরেন প্রবাসীরা। এসব প্রবাসী বাংলাদেশির বরাত দিয়ে বাহরাইনের স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, যে দুইজনের কাছে ৪৯০টি পোস্টাল ব্যালট পাওয়া গেছে, তারা দাবি করেছেন তাদের সংগঠনের সব ভোটারের পোস্টাল ব্যালট এক বাসাতেই দিয়ে গেছেন পোস্ট অফিসের লোকজন। এ নিয়ে তারা আর কিছু জানেন না। তবে তারা এখনই কেন ব্যালট খুলে ভোট দিচ্ছেন? তা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত দুই প্রবাসী বাংলাদেশি।
শেষমেশ এ ঘটনা গড়িয়েছে বাংলাদেশ দূতাবাস পর্যন্ত। ঘটনাটি খতিয়ে দেখার কথা জানিয়েছেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার।
logo-1-1740906910.png)