Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৩ জানুয়ারি ২০২৬

মক্কায় বাংলাদেশি কর্মীর উদারতা ভাইরাল মধ্যপ্রাচ্যে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১৮:২৪

মক্কায় বাংলাদেশি কর্মীর উদারতা ভাইরাল মধ্যপ্রাচ্যে

সৌদি আরব

মক্কায় বাংলাদেশি কর্মীর উদারতা ভাইরাল মধ্যপ্রাচ্যে

পবিত্র নগরী মক্কা শরিফের এক ঘটনায় মধ্যপ্রাচ্যে ভাইরাল হয়েছেন বাংলাদেশি এক কর্মী। ভিডিওতে দেখা যায়, মক্কা শরিফে নামাজ আদায়ের জন্য একজন হাজি জায়নামাজ খুঁজছিলেন। ব্যাপারটি বুঝতে পেরে ওই বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী নিজের জায়নামাজটিই সেই হাজির হাতে তুলে দেন। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। আর তা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। বিশ্বজুড়ে নেটিজেনরা কর্মীটির আন্তরিকতা, বিনয় এবং সেবামূলক মানসিকতার প্রশংসা করেছেন। সাথে সম্মান বাড়িয়েছেন বাংলাদেশের। সৌদি গেজেট, আল আরাবিয়া, গালফ নিউজসহ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। মক্কার মেয়র অফিস বলছে, বাংলাদেশি এই কর্মীর এমন দয়ার কাজটি উদারতার সবচেয়ে সহজ ও বিশুদ্ধ রূপকে তুলে ধরে। ঘটনাটি মক্কায় হাজিদের সেবায় নিয়োজিত কর্মীদের নীরব ও প্রায় অদৃশ্য থেকে যাওয়া অসংখ্য মানবিক কাজের একটি। ঘটনাটি নজরে আসে সৌদি কর্তৃপক্ষেরও। তার এই নিঃস্বার্থ ও দয়ালু আচরণের জন্য মক্কা প্রশাসনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হয়েছে।


বাহরাইন

কয়েক দিন বাহরাইনে থাকবে স্বস্তিদায়ক আবহাওয়া

শীতের মৌসুম হলেও সামনের অন্তত ৮ দিন বাহরাইনে থাকবে স্বস্তিদায়ক আবহাওয়া। বাহরাইনের আবহাওয়া অফিস এই পূর্বাভাস জানিয়ে বলেছে, মঙ্গলবার থেকে দিনের তাপমাত্রা কিছুটা কম থাকবে, কিন্তু শেষরাতে তাপমাত্রা খানিকটা কমে যেতে পারে। তবে তা সহনীয় হবে। নিউজ অব বাহরাইনের খবরে জানা যায়, মঙ্গলবার থেকে দক্ষিণ-পূর্ব দিক থেকে হাওয়া বইতে শুরু করেছে, যার জন্য রাতে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সেই সঙ্গে ধুলা, কম দৃশ্যতা খানিকটা কমে যাওয়া এবং সমুদ্রে ঢেউ বাড়তে পারে।১৪ জানুয়ারি থেকে পুনরায় উত্তর-পশ্চিম দিক থেকে হাওয়া বইবে, যা আগামী কয়েক দিনের আবহাওয়াকে অস্থিতিশীল করতে পারে।এ সময় যারা সমুদ্রে যাত্রা করবেন, তাদের সতর্ক করা হয়েছে।


কুয়েত 

কুয়েতে ঝড়-বাদলার পূর্বাভাস

কুয়েতে ঝড়-বাদলা আর বরফশীতল বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দেশটি ব্যাপক বৈরী আবহাওয়ার সম্মুখীন হবে। থেকে থেকে বৃষ্টি, ধুলোযুক্ত হাওয়া এবং এমনকি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্রে নিম্নচাপের আপেক্ষিকভাবে উষ্ণ ও আর্দ্র বাতাস কুয়েতের দিকে আসছে, যার জন্য সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হবে এবং সেই সাথে মাঝে মাঝে ধুলার ঝড়ও হতে পারে। ঘণ্টায় প্রায় ১৫ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং সমুদ্রে ঢেউ ছয় ফুটেরও বেশি পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। আরব টাইমসের খবরে আরো জানা যায়, বুধবার থেকে শুক্রবার তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কম থাকবে। কৃষি এবং মরুভুমি এলাকাগুলোতে বরফও জমতে পারে।    


সংযুক্ত আরব আমিরাত

রমজানের দিন গণনা শুরু আমিরাতে

আমিরাতে শুরু হয়ে গেছে পবিত্র রজমানের দিন গণনা। দেশটিতে রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি। সেই হিসাবে রোজা আসতে বাকি আর মাত্র ৩৪ দিন। রমজানের শেষ ১০ দিনে থাকবে লাইলাতুল কদর, যা মহিমান্বিত রাত হিসেবে প্রার্থনা করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারিত হলেও দেশটির জ্যোতির্বিদরা রমজান শুরুর একটা সম্ভাব্য তারিখ জানাচ্ছেন, যাতে মানুষ প্রস্তুতি নিতে পারে। তারা আরো জানিয়েছেন, রোজা শেষে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার উদযাপিত হবে এবং এটি সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের সরকারি ছুটির সঙ্গে পালিত হবে।

Logo