কুয়েতে নতুন ডিজিটাল ওয়ার্ক পারমিট সেবা চালু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩
কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষ প্রবাসী শ্রমিকদের জন্য নতুন ডিজিটাল ওয়ার্ক পারমিট সেবা চালু করেছে। এই উদ্যোগের ফলে এখন থেকে কাজের অনুমতি নবায়ন, পরিবর্তন এবং অন্যান্য সংশ্লিষ্ট সেবা অনলাইনে সম্পন্ন করা যাবে। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সেবা শ্রমিকদের সময় ও অর্থ সাশ্রয় করবে এবং নিয়োগকর্তাদের জন্য প্রক্রিয়াটি হবে আরো স্বচ্ছ ও দ্রুত।
জনশক্তি কর্তৃপক্ষের কর্মকর্তাদের বরাতে আরব টাইমস জানিয়েছে, এতদিন ওয়ার্ক পারমিট সংক্রান্ত কাজের জন্য শ্রমিক ও নিয়োগকর্তাদের সরাসরি অফিসে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এতে প্রশাসনিক জটিলতা তৈরি হতো এবং অনেক সময় অনিয়মের অভিযোগও উঠত। নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হওয়ার ফলে এসব সমস্যার সমাধান হবে। প্রবাসীরা এখন ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং নিয়োগকর্তারা সহজেই কর্মীদের তথ্য যাচাই করতে পারবেন।
কুয়েতের শ্রমবাজারে বিপুল সংখ্যক প্রবাসী কাজ করেন, যাদের মধ্যে বাংলাদেশি শ্রমিকরাও অন্যতম। বর্তমানে প্রায় তিন লাখ বাংলাদেশি শ্রমিক কুয়েতে কর্মরত। তাদের জন্য এই ডিজিটাল সেবা বড় সুবিধা এনে দিয়েছে। আগে লাইসেন্স নবায়ন বা চাকরি পরিবর্তনের অনুমতি নিতে দীর্ঘ সময় ও অতিরিক্ত খরচ করতে হতো। এখন অনলাইনে আবেদন করার সুযোগ থাকায় প্রক্রিয়াটি হবে সহজ ও নিরাপদ।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সেবার আওতায় ওয়ার্ক পারমিট নবায়ন, কর্মীর তথ্য হালনাগাদ, চাকরি পরিবর্তনের অনুমতি এবং লাইসেন্স যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ করা যাবে। ভবিষ্যতে আরো সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা হবে। যেমন চাকরির চুক্তি যাচাই, নিয়োগকর্তার রেকর্ড দেখা এবং শ্রমিকদের জন্য অনলাইন অভিযোগ ব্যবস্থা।
অর্থনীতিবিদরা মনে করছেন, এই উদ্যোগ শ্রমবাজারে স্বচ্ছতা আনবে এবং অবৈধ শ্রমিক নিয়োগ কমাবে। একই সঙ্গে প্রবাসী শ্রমিকদের জন্য এটি হবে নিরাপদ ও সহজ প্রক্রিয়া। কুয়েত সরকারও বলছে, ডিজিটাল সেবা চালুর মাধ্যমে প্রশাসনিক ব্যয় কমবে এবং শ্রমিকদের আস্থা বাড়বে।
বাংলাদেশি শ্রমিকদের জন্যও এটি ইতিবাচক খবর। কারণ কুয়েতে কর্মরত শ্রমিকরা এখন থেকে অনলাইনে তাদের কাজের অনুমতি নবায়ন করতে পারবেন। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে এবং ভিসা সংক্রান্ত জটিলতা কমবে। প্রবাসী কল্যাণ বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল সেবা চালুর ফলে শ্রমিকরা আর দালাল বা অবৈধ চ্যানেলের ওপর নির্ভরশীল হবেন না।
কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ধাপে ধাপে আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করবে যাতে শ্রমিকদের জন্য সেবা আরো সহজ হয়। একই সঙ্গে শ্রমবাজারে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে কঠোর নজরদারি চালানো হবে।
logo-1-1740906910.png)