Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে সুলতান হাইথামের রাজকীয় ক্ষমা, মুক্তি পেল ৩৩৪ বন্দি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৮

ওমানে সুলতান হাইথামের রাজকীয় ক্ষমা, মুক্তি পেল ৩৩৪ বন্দি

ওমানের সুলতান হাইথাম বিন তারিক দেশটির সিংহাসনে আরোহণের বর্ষপূর্তি উপলক্ষে ৩৩৪ জন বন্দিকে রাজকীয় ক্ষমা দিয়েছেন। ১২ জানুয়ারি প্রকাশিত এক সরকারি ঘোষণায় জানানো হয়, সুলতানের নির্দেশে বিভিন্ন অপরাধে দণ্ডপ্রাপ্ত এসব বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। ওমানের গণমাধ্যম ওমান অবজারভার এ সংবাদ দিয়েছে।

ওমানের ইতিহাসে সিংহাসনে আরোহনের দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। ২০২০ সালের জানুয়ারিতে সুলতান কাবুস বিন সাঈদের মৃত্যুর পর হাইথাম বিন তারিক ক্ষমতায় আসেন। এরপর থেকে প্রতি বছর এই দিনটি জাতীয়ভাবে পালন করা হয়। এবারের ক্ষমা ঘোষণাকে দেশটির জনগণ মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন।  

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে ওমানি নাগরিক ছাড়াও বিদেশি নাগরিক রয়েছেন। তবে কারা কোন অপরাধে দণ্ডপ্রাপ্ত ছিলেন তা প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, সুলতানের এই ক্ষমা সামাজিক পুনর্মিলন ও মানবিক মূল্যবোধের প্রতিফলন।  

ওমানের বিচার ও কারা কর্তৃপক্ষ বলছে, রাজকীয় ক্ষমার মাধ্যমে বন্দিদের নতুন জীবন শুরু করার সুযোগ দেওয়া হচ্ছে। অনেকেই দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। মুক্তির পর তারা পরিবারে ফিরে গিয়ে সমাজে পুনরায় অবদান রাখতে পারবেন।  

বিশ্লেষকরা মনে করছেন, সুলতান হাইথামের এই উদ্যোগ দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতি বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ওমানের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। কারণ মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে।  

ওমানের নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে সুলতানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অনেকেই লিখেছেন, এটি প্রমাণ করে সুলতান জনগণের কল্যাণে আন্তরিক। বন্দিদের মুক্তি শুধু তাদের পরিবারকেই স্বস্তি দেবে না, বরং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।  

সুলতান হাইথাম ক্ষমতায় আসার পর থেকে দেশটির অর্থনীতি ও সামাজিক খাতে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখীকরণ, পর্যটন খাতের উন্নয়ন এবং সামাজিক কল্যাণমূলক কর্মসূচি চালু করেছেন। এবারের রাজকীয় ক্ষমা তার মানবিক নেতৃত্বের আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। 

Logo