Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১২ জানুয়ারি ২০২৬

কুয়েতে শ্রমিকদের আবাসন সুবিধা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৭:১৮

কুয়েতে শ্রমিকদের আবাসন সুবিধা

বাহরাইন

গালফ এয়ারে ব্যাগেজ সুবিধা

কম খরচে ব্যাগেজ সুবিধা দিয়েছে বাহরাইনের বিমান সংস্থা গালফ এয়ার। এই সুবিধার আওতায় পুরো জানুয়ারি মাসে যেসব যাত্রী প্রি-পেইডে অতিরিক্ত ব্যাগেজ বুক করবেন, তারা অতিরিক্ত ব্যাগেজ ফিতে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। বর্তমানে গালফ এয়ারের ব্যাগেজ সুবিধা অনুযায়ী, ইকোনমি ক্লাসের যাত্রীরা ২৫ কেজি, ৩০ কেজি অথবা ৩৫ কেজি পর্যন্ত ব্যাগেজ নিতে পারেন। বিজনেস ক্লাসের যাত্রীরা ৪৫ কেজি অথবা ৫৫ কেজি পর্যন্ত ব্যাগেজ বহন করতে পারেন। সরাসরি গালফ এয়ারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট ও ব্যাগেজ বুক করলে অতিরিক্ত ৫ কেজি ব্যাগেজও বিনামূল্যে বহন করা যায়।

এই নতুন ব্যাগেজ সুবিধার মাধ্যমে গালফ এয়ার যাত্রীদের ভ্রমণকে আরো সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক করার লক্ষ্য নিয়েছে।

তবে তার জন্য ফ্লাইটের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে গালফ এয়ারের অফিসিয়াল বুকিং ওয়েবসাইটের মাধ্যমে ব্যাগেজ যুক্ত করতে হবে।

 

কুয়েত

কুয়েতে শ্রমিকদের আবাসন সুবিধা

কুয়েত সরকার দেশটিতে থাকা শ্রমিকদের আবাসিক সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নিচ্ছে। নতুন উদ্যোগের আওতায় শ্রমিকদের বসবাসের জন্য নতুন শহর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ এই তথ্য জানিয়েছেন, যার খবর দিয়েছে আরব টাইমস্। বর্তমানে কুয়েতের বিভিন্ন সেক্টরের শ্রমিকদের আবাসিক এলাকা যেমন জ্লীব আল শুইউখ ও খাইতানে গেলে দেখা যায়, সেখানে বহু শ্রমিক ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করছেন। এই আবাসিক এলাকা ও বাড়িঘরগুলো তাদের চাহিদা মেটাতে আর যথেষ্ট নয়। সরকার তাই সম্পূর্ণ নতুন শ্রমিকবান্ধব শহর নির্মাণের পরিকল্পনা করছে, যেখানে শ্রমিকদের জন্য উন্নত ও উপযোগী আবাসিক পরিবেশ তৈরি হবে।


ওমান

ওমানে প্রবাসী নারীকর্মীর কাণ্ড!

ওমানে সম্প্রতি এক প্রবাসী নারী কর্মী সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিও পোস্ট করার কারণে আইনের মুখোমুখি হয়েছেন। ভিডিওটিতে তিনি ওমানের মুদ্রা ওমানি রিয়ালকে নিয়ে ব্যঙ্গ করেছেন। ছোট্ট এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই নারী কর্মী কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। ওমানি কর্তৃপক্ষ এটিকে দেশের মুদ্রা এবং জাতীয় সম্মানের প্রতি সরাসরি অসম্মান হিসেবে মনে করছে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেশের মুদ্রা বা জাতীয় প্রতীক নিয়ে অবমাননামূলক কোনো আচরণ আইনত অপরাধ। এই নিয়মের কারণে ভিডিও পোস্ট করা সেই নারীকে আইনের আওতায় আনা হয়েছে এবং তদন্ত এখনো চলছে। ওমানের আইন স্পষ্টভাবে বলে, দেশের মুদ্রা বা জাতীয় প্রতীককে অবমাননা করা হলে কঠোর শাস্তি হতে পারে। তাই শুধু পোস্ট করলেই নয়, সোশ্যাল মিডিয়ায় এসব বিষয়ে সতর্ক থাকা প্রত্যেক নাগরিকের ও প্রবাসীর দায়িত্ব।

 

সংযুক্ত আরব আমিরাত

হোয়াটসঅ্যাপ নিয়ে আমিরাতে সতর্কতা

সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বড় ব্যাংক এমিরেটস এনবিডি এক সতর্ক বার্তায় জানিয়েছে, জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ভয়ংকর “Zero-Day” ভয়েস কল হ্যাকিং আক্রমণ হচ্ছে। হোয়াটসঅ্যাপের একটি সফটওয়্যারজনিত দুর্বলতা ব্যবহার করে হ্যাকাররা ভয়েস কলের মাধ্যমেই স্মার্টফোন হ্যাক করতে পারছে। এই ধরনের আক্রমণকে বলা হয় Zero-Day Attack। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই হামলা কল রিসিভ না করেও হতে পারে। শুধু একটি অপরিচিত নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপ ভয়েস কলের মাধ্যমেই ব্যবহারকারীর ফোন ঝুঁকিতে পড়তে পারে। হোয়াটসঅ্যাপে অবশ্যই Two-Step Verification চালু করতে হবে, অপরিচিত নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপ কল সাইলেন্ট বা ব্লক করে রাখতে হবে। কোনো অবস্থাতেই ওটিপি, পিন, পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য কারো সঙ্গে শেয়ার করা যাবে না। সন্দেহজনক কল বা কার্যকলাপ দেখা গেলে, তাৎক্ষণিক ব্যাংক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। তা না হলে ঝুঁকিতে পড়তে পারে নিজের ব্যক্তিগত চ্যাট হিস্টরি। এমনকি ব্যাংকিং ও সংবেদনশীল তথ্যগুলোও। এমিরেটস এনবিডি আরো স্পষ্ট করে জানিয়েছে, ব্যাংক কখনোই ফোন কল, এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চাইবে না। তাই এ ধরনের কোনো অনুরোধ এলে বুঝে নিতে হবে এটি প্রতারণার ফাঁদ।


সৌদি আরব

সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

সৌদি আরবের সবচেয়ে বয়স্ক পুরুষ নাসের বিন রাদান আল রাশিদ আল ওয়াদেই মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৪২ বছর। আল ওয়াদেই ১৩৪ জন সন্তান ও নাতি-নাতনি রেখে গেছেন। বিশেষভাবে উল্লেখ্য, তিনি ১১০ বছর বয়সে আবার বিয়ে করেন এবং তার স্ত্রী পরে একটি কন্যা সন্তানেরও জন্ম দেন।তার মৃত্যুর খবরে দেশজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, তিনি ৪০ বারের বেশি হজ করেন। তিনি সৌদির প্রতিষ্ঠাতা কিং আবদুল আজিজের সময় থেকে শুরু করে বর্তমান শাসক কিং সালমানের শাসনকাল দেখে যেতে পেরেছেন। ১১ জানুয়ারি ধাহরান আল জানুবে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে তার নিজ গ্রাম আল রাশিদে দাফন করা হয়। জানাজায় ৭ হাজার লোক অংশগ্রহণ করে।

Logo