আমিরাতে জুলাই আন্দোলনে আটক ২৫ বাংলাদেশিকে ক্ষমা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১০:০২
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান জুলাই আন্দোলনের সময় আটক ও দণ্ডপ্রাপ্ত আরো ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন। বাংলাদেশ সরকারের অনুরোধে এই ক্ষমা দেওয়া হয় বলে ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষমাপ্রাপ্ত সব বাংলাদেশি ইতোমধ্যেই দেশে ফিরে এসেছেন। তারা বিভিন্ন সময়ে আমিরাতে আটক হয়েছিলেন জুলাই ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত আন্দোলনের সময়।
এ নিয়ে চলতি সময়ে মোট ৭৫ জন বাংলাদেশি প্রবাসীকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট। এর আগে কয়েক দফায় আন্দোলনে অংশ নেওয়া প্রবাসীদের সাজা মওকুফ করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই মানবিক উদ্যোগ আমিরাত নেতৃত্বের সহমর্মিতা, সহনশীলতা ও ন্যায়বোধের প্রতিফলন, একই সঙ্গে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কের প্রতীক।”
বাংলাদেশি প্রবাসীরা আমিরাতে তৃতীয় বৃহত্তম প্রবাসী সম্প্রদায়। পাকিস্তানি ও ভারতীয়দের পর সংখ্যায় সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিক সেখানে কাজ করেন। তবে দেশটিতে অনুমোদনহীন কোনো ধরনের প্রতিবাদ কঠোরভাবে নিষিদ্ধ। শাসক পরিবার বা রাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনা কিংবা সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এমন বক্তব্যও আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়।
আমিরাতের দণ্ডবিধি অনুযায়ী, মানহানি, মৌখিক বা লিখিত অপমান; তা প্রকাশ্যে হোক বা ব্যক্তিগতভাবে শাস্তিযোগ্য অপরাধ। বিদেশি রাষ্ট্রকে অপমান করা বা দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার মতো কর্মকাণ্ডও আইনত অপরাধ হিসেবে বিবেচিত হয়।
logo-1-1740906910.png)