Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে পরিবার ভিজিট ভিসা পরিবর্তনের সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১০:০১

কুয়েতে পরিবার ভিজিট ভিসা পরিবর্তনের সুযোগ

কুয়েতে বসবাসরত অভিবাসী পরিবারগুলোর জন্য নতুন ভিসা নীতিমালা কার্যকর হয়েছে। এখন থেকে পরিবার ভিজিট ভিসায় আগত আত্মীয়রা নির্দিষ্ট শর্ত পূরণ করলে ডিপেন্ডেন্ট রেসিডেন্সি ভিসায় রূপান্তরিত হতে পারবেন। আরব টাইমস অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিবর্তন অভিবাসী পরিবারগুলোর দীর্ঘমেয়াদি বসবাস ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।  

কুয়েত সরকার জানিয়েছে, পরিবার ভিজিট ভিসাকে ডিপেন্ডেন্ট রেসিডেন্সিতে রূপান্তরের জন্য স্পন্সরের বৈধ চাকরি ও নির্দিষ্ট আয়ের প্রমাণ থাকতে হবে। আবেদন প্রক্রিয়ায় স্পন্সরের সিভিল আইডি, চাকরির প্রমাণপত্র, বেতন সনদ, ভিজিট ভিসাধারীর পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট ও স্বাস্থ্যবীমা জমা দিতে হবে। এসব নথি যাচাইয়ের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি বিভাগ অনুমোদন দেবে।  

এই নতুন নিয়ম অভিবাসী পরিবারগুলোর জন্য বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে। আগে পরিবার ভিজিট ভিসায় আসা আত্মীয়রা নির্দিষ্ট সময় শেষে দেশে ফিরে যেতে বাধ্য হতেন। এখন তারা ডিপেন্ডেন্ট রেসিডেন্সি ভিসায় রূপান্তরিত হয়ে দীর্ঘমেয়াদে কুয়েতে থাকতে পারবেন। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও নেপালের মতো দেশ থেকে আসা অভিবাসী পরিবারগুলো এই সুযোগকে ইতিবাচকভাবে দেখছে।  

তবে নতুন নীতিমালায় কিছু সীমাবদ্ধতাও রয়েছে। ডিপেন্ডেন্ট রেসিডেন্সি ভিসাধারীরা সাধারণত চাকরি করতে পারবেন না, তবে পড়াশোনা বা বৈধভাবে বসবাস করতে পারবেন। ভিসা পরিবর্তনের জন্য সঠিক কাগজপত্র ও বৈধ স্পন্সরশিপ অপরিহার্য। কর্তৃপক্ষ সতর্ক করেছে, অননুমোদিত ভিসা পরিবর্তন বা জাল কাগজপত্র ব্যবহার করলে কঠোর শাস্তি হতে পারে।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন অভিবাসী পরিবারগুলোর জন্য স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করবে। তবে আবেদন প্রক্রিয়ায় কোনো দালাল বা অবৈধ চ্যানেল ব্যবহার না করে সরাসরি কুয়েতের রেসিডেন্সি বিভাগে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তারা। এতে প্রতারণার ঝুঁকি কমবে এবং আবেদন দ্রুত সম্পন্ন হবে।  

কুয়েতের অভিবাসন নীতিতে এই পরিবর্তনকে মানবিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। দেশটির অভ্যন্তরে বিপুল সংখ্যক দক্ষিণ এশীয় শ্রমিক কাজ করেন। তাদের পরিবারকে দীর্ঘমেয়াদে সঙ্গে রাখার সুযোগ দেওয়া হলে সামাজিক অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা বাড়বে। একই সঙ্গে অভিবাসী শ্রমিকদের উৎপাদনশীলতা ও মানসিক স্বস্তিও নিশ্চিত হবে।

Logo