ওমানে বড়দিনে দাঙ্গা ও ভাঙচুর: ৫৯ প্রবাসীর কারাদণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮
ওমানের রাজধানী মাসকাটে বড়দিনের রাতে সংঘটিত দাঙ্গা ও ভাঙচুরের ঘটনায় ৫৯ জন প্রবাসীকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ১০ জানুয়ারি ওমানের পাবলিক প্রসিকিউশন এক বিবৃতিতে জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে দাঙ্গা, ভাঙচুর এবং জনশৃঙ্খলা ক্ষতিগ্রস্ত করতে পারে এমন তথ্য প্রচারের অভিযোগ প্রমাণিত হয়েছে।
আরব টাইমস অনলাইনের সূত্রমতে, তদন্তে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর রাতে বিডবিড এলাকার সা’আল অঞ্চলে রয়্যাল ওমান পুলিশ একটি কোম্পানির আবাসিক কমপ্লেক্সে শ্রমিকদের ভাঙচুর ও বিশৃঙ্খলার খবর পায়। সেখানে শ্রমিকরা একত্রিত হয়ে কোম্পানির সম্পত্তি নষ্ট করে এবং অন্যদেরও যোগ দিতে উসকানি দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে বিপুল সংখ্যক শ্রমিক কোম্পানির বাস চলাচল বাধাগ্রস্ত করছে এবং কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দিলেও তারা তা মানেনি। পরে সবাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
৮ জানুয়ারি আদালতে মামলার শুনানি শেষে অভিযুক্তদের চারটি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে রয়েছে জনসমাবেশে উসকানি ও উৎসাহ দেওয়া, জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন সমাবেশে অংশগ্রহণ, অন্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নষ্ট করা এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জনশৃঙ্খলা ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কনটেন্ট তৈরি ও প্রচার। আদালত প্রথম অপরাধে তিন মাস, দ্বিতীয় অপরাধে ছয় মাস, তৃতীয় অপরাধে এক বছর এবং চতুর্থ অপরাধে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে।
এছাড়া আদালত অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে এবং সাজা শেষে তাদের স্থায়ীভাবে দেশ থেকে বহিষ্কারের রায় দিয়েছে। একই মামলায় আরো ২৩ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ওমানের আইন অনুযায়ী, জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন কোনো সমাবেশে অংশ নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। দেশটির সাইবারক্রাইম আইনেও জনশৃঙ্খলা ক্ষতিগ্রস্ত করতে পারে এমন তথ্য প্রচারকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়।
এই ঘটনায় প্রবাসী শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ওমানসহ উপসাগরীয় দেশগুলোতে শ্রমিকদের জন্য কঠোর আইন কার্যকর রয়েছে। তাই প্রবাসীদের সব সময় নিয়ম মেনে চলা জরুরি। অন্যথায় তারা কঠিন শাস্তির মুখে পড়তে পারেন।
logo-1-1740906910.png)