গাজায় আন্তর্জাতিক বাহিনীতে অংশ নিতে চায় বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:১৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার আওতায় গাজায় স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে (আইএসএফ) অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। ওয়াশিংটন সফররত অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মার্কিন কর্মকর্তাদের কাছে এ অবস্থান তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করতে ইচ্ছুক।
বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসিতে ড. খলিলুর রহমান মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন, অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক, রোহিঙ্গা সমস্যা এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়।
নিরাপত্তা উপদেষ্টা আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে মার্কিন পক্ষকে অবহিত করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অ্যালিসন হুকার বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য যুক্তরাষ্ট্র তার দৃঢ় সমর্থন অব্যাহত রেখেছে এবং ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে ওয়াশিংটন।
বাণিজ্য আলোচনায় ড. খলিলুর রহমান আমেরিকান কৃষিপণ্যের আমদানি বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য বি১ স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান। অ্যালিসন হুকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন এবং ভবিষ্যতে পর্যটকদের অতিরিক্ত সময় ধরে থাকার প্রবণতা কমলে বন্ডের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করা হবে বলে ইঙ্গিত দেন।
রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। নিরাপত্তা উপদেষ্টা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার প্রতি কৃতজ্ঞতা জানান। অ্যালিসন হুকার বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বড় বোঝা বহন করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ বোঝা ভাগ করে নেওয়া। তিনি রোহিঙ্গাদের জীবিকা নির্বাহের বিকল্প ব্যবস্থা সম্প্রসারণের ওপরও জোর দেন।
এছাড়া বাংলাদেশি বেসরকারি খাতের জন্য ডিএফসি অর্থায়ন এবং সেমিকন্ডাক্টর উন্নয়নে সহায়তার প্রস্তাবও মার্কিন পক্ষের কাছে তুলে ধরেন ড. খলিলুর রহমান। যুক্তরাষ্ট্র এ প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দিয়েছে।
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুরের সঙ্গে পৃথক বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকট, ভিসা বন্ড, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
logo-1-1740906910.png)