মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১০ জানুয়ারি ২০২৬
বাহরাইনে প্রবাসীদের ফুটপাতে পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৯:৩৫
বাহরাইন
বাহরাইনে নিষেধাজ্ঞা
বাহরাইনে এখন থেকে স্ট্রিট ভেন্ডিং বা ফুটপাতে পণ্য বিক্রির অনুমতি পাবেন শুধু বাহরাইনি নাগরিকরা। প্রবাসীরা এ কাজ করতে পারবেন না। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, শহরের শৃঙ্খলা নিশ্চিত করা, জনস্বাস্থ্য রক্ষা করা এবং অনিয়ন্ত্রিত ব্যবসা বন্ধ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ওয়াইল আল মুবারাক জানান, স্ট্রিট ভেন্ডিং লাইসেন্স ব্যবস্থায় “এক ব্যক্তি, এক লাইসেন্স” নীতি কার্যকর করা হয়েছে। অর্থাৎ, একজন ব্যক্তি একাধিক লাইসেন্স রাখতে পারবেন না।নিয়ম ভঙ্গ করলে লাইসেন্স বাতিল করা হতে পারে। ব্যবসা বিষয়েও কঠোর নিয়ম নির্ধারণ করা হয়েছে বাহরাইনে। কোনো বিক্রেতা মন্ত্রণালয়, দূতাবাস, প্রধান সড়ক, মহাসড়ক, ট্রাফিক সিগন্যাল কিংবা একই ধরনের পণ্য বিক্রি হয় এমন দোকানের ৫০০ মিটারের মধ্যে পণ্য বিক্রি করতে পারবেন না। বিক্রেতাদের পণ্য পরিষ্কার ও সিলযুক্ত পাত্রে সংরক্ষণ করতে হবে এবং পথচারীদের বিরক্ত করা, উচ্চ শব্দে ডাকাডাকি করা বা পরিবেশ নোংরা করা যাবে না।
কুয়েত
কুয়েতে দুই ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ডের রায়
মাদক চোরাচালানের অভিযোগে দুইজন ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত। আরব টাইমসের খবরে বলা হয়েছে, ফৌজদারি কোর্টের বিচারক খালেদ আল তাহৌস রায় দেন, অভিযুক্তরা একটি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সদস্য ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ হয়েছে, এই দুই ভারতীয় কুয়েতের ভেতরে বাণিজ্যিক উদ্দেশ্যে হেরোইনের মতো ভয়ংকর মাদক আমদানি ও বাজারজাত করছিল। পুলিশ আদালতে বলেছে, তারা কাইফান ও শুয়াইক এলাকায় অভিযান পরিচালনা করে এই দুই ব্যক্তির কাছ থেকে ১৪ কেজি হেরোইন আটক করেছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির রায় দেয় আদালত। কুয়েত মাদক নিয়ন্ত্রণের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করেছে। আন্তর্জাতিক মাদক পাচার চক্র ধ্বংসে নিয়মিত অভিযানও পরিচালনা করছে। কঠোর গোয়েন্দা নজরদারির মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে। ফলে মাদক থেকে দূরে থাকতে হবে এমনটাই পরামর্শ দিচ্ছেন কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা।
সৌদি আরব
বিপুল মাদক জব্দ সৌদিতে
সৌদি আরবের জেদ্দা পোর্টে ৪৭ লক্ষাধিক মাদকের বড়ির এক চোরাচালান নস্যাৎ করে দিয়েছে দেশটির জাকাত, ট্যাক্স ও কাস্টমস অথরিটি। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, চালানটি কাস্টমস প্রক্রিয়ার সময় সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখা যায়, কয়লার ব্যাগের ভেতরে প্রায় ৪৮ লাখ মাদকের বড়ি লুকিয়ে রাখা হয়েছিল। এটি একটি সংগঠিত চোরাচালান চক্রের অংশ বলে মনে করা হচ্ছে। মাদকদ্রব্য জব্দের পর সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তদন্ত চলছে চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করার জন্য।সৌদিতে মাদকের চোরাচালান বন্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা, তারই অংশ হিসেবে এতো বিপুল পরিমাণ মাদক চালান ধরা পড়ল জেদ্দায়।
ওমান
ওমানে কার্গো ড্রোন
ওমানে চালু হয়েছে মধ্যপ্রাচ্যের প্রথম কার্গো ড্রোন। ড্রোনটি একবারে ২৫০ কেজি পর্যন্ত পণ্য বহন করতে পারে এবং ৩০০ কিলোমিটার পর্যন্ত যাত্রা করতে পারে। এটি বিশেষ করে দুর্গম অঞ্চল বা বৈরী পরিবেশে দ্রুত পণ্য পৌঁছে দিতে সক্ষম।
এই ড্রোনকে একেবারে নতুন যুগের লজিস্টিক ও আনম্যানড এভিয়েশন সক্ষমতার সূচনা বলেই বিবেচনা করা হচ্ছে। এদিকে ওমানে প্রথমবারের মতো ড্রোনভিত্তিক লজিস্টিক সার্ভিস চালু করা হয়েছে, যা তেল ও গ্যাস শিল্পসহ অন্যান্য খাতে ব্যবহার করা হবে। প্রথম অপারেশনে ড্রোনটি মাত্র ১ ঘণ্টা ২৩ মিনিটে ১৩৭ কিলোমিটার দূরে জরুরি সরঞ্জাম পৌঁছে দিয়েছে, যা রাস্তায় কয়েক ঘণ্টা সময় লেগে যেত।
logo-1-1740906910.png)