মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৯ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই বাহরাইনের বাংলাদেশ দূতাবাসে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০০:০৯
বাহরাইন
খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই বাহরাইনের বাংলাদেশ দূতাবাসে
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে খোলা হয়েছিল শোক বই। ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত শোক বইয়ে বিভিন্ন দেশের কূটনীতিকরা সই করেন। ৬ জানুয়ারি পর্যন্ত বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে অ্যাক্টিং আন্ডার সেক্রেটারি ও মহাপরিচালক শেখ আবদুল্লাহ বিন আলী আল খালিফা, বাহরাইনে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের উল্লেখযোগ্য সংখ্যক মিশন প্রধান বাংলাদেশ দূতাবাসে উপস্থিত থেকে শোক বইতে স্বাক্ষর করেছেন এবং নিজ নিজ দেশের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেছেন। বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া ২ জানুয়ারি বাদ জুমা মানামার স্থানীয় মসজিদে গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কুয়েত
কুয়েতে এসেছে ছুটির ঘোষণা
কুয়েতের সিভিল সার্ভিস কমিশন ১৮ জানুয়ারি দিনটিকে ইসরা ও মেরাজ উপলক্ষে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে। শবে মেরাজের রাতে মহানবী (সা.) আল্লাহর বিশেষ নির্দেশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেন। এই রাতেই মুসলিমদের জন্য দিনে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। তাই নামাজের সঙ্গে শবে মেরাজের সম্পর্ক অত্যন্ত গভীর। ইসরা ও মেরাজ মুসলিম ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। ধর্মীয় ভাবগাম্ভির্যের সাথে নাগরিক ও বাসিন্দারা যাতে রাতে ইবাদত করতে পারেন, সে জন্যই সরকারি ছুটি ঘোষণা করেছে কুয়েত সরকার।
সৌদি আরব
সৌদির কুবা মসজিদে বিপুল পর্যটকের আগমন
ইসলামের প্রথম প্রতিষ্ঠিত কুবা মসজিদে হাজি ও পর্যটকদের আকর্ষণ বেড়েছে কয়েক গুণ। ২০২৫ সালে আড়াই কোটি হাজি, দর্শনার্থী ও পর্যটক কুবা মসজিদ ঘুরে দেখেছেন বলে জানিয়েছে সৌদি সরকার। কুবা মসজিদ ইসলামের ইতিহাসে প্রথম প্রতিষ্ঠিত মসজিদ হওয়ায় মুসলমানদের কাছে এটি বিশেষ গুরুত্ব বহন করে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, মসজিদটিতে গত বছর ব্যাপক সংস্কার ও উন্নয়ন করা হয়েছে। এতে নতুন আড়াই হাজার বর্গমিটার নামাজের স্থান, আধুনিক এয়ার কন্ডিশনার সিস্টেম, এবং ১৫০টির বেশি ছাউনি বসানো হয়েছে, যাতে দর্শনার্থীদের আরামদায়ক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়। সৌদি আরবে দর্শনীয় স্থানগুলোর অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এবং পর্যটন ও ধর্মীয় গুরুত্বের প্রতি আকর্ষণ বাড়াতে সাহায্য করছে কুবা মসজিদ।
logo-1-1740906910.png)