Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৮ জানুয়ারি ২০২৬

বাহরাইনে ইলেকট্রনিক পদ্ধতিতে হবে শ্রমিকদের বেতন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৭:২৭

বাহরাইনে ইলেকট্রনিক পদ্ধতিতে হবে শ্রমিকদের বেতন

বাহরাইন

ইলেকট্রনিক পদ্ধতিতে হবে শ্রমিকদের বেতন

বাহরাইনে জানুয়ারি থেকেই চালু হতে যাচ্ছে নতুন শ্রমনীতি, যার আওতায় বেসরকারি খাতের সব কোম্পানিকে নির্ধারিত সময়ে ইলেকট্রনিক পদ্ধতিতে কর্মীদের বেতন পরিশোধ করতে হবে। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, এ পর্যন্ত ৭০ হাজার ৮০০ এর বেশি বেসরকারি খাতের কর্মী ওয়েজ প্রটেকশন সিস্টেমের আওতায় এসেছেন। এতে তাদের বেতন নিরাপদ থাকছে এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত হচ্ছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে রিয়েল টাইমে বেতন পরিশোধ পর্যবেক্ষণ করা যায়। এতে নিয়ম ভঙ্গ সহজে ধরা পড়ে এবং নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে স্বচ্ছতা বাড়ে। তাছাড়া কর্মীদের কাজের পরিবেশ উন্নত করা, শ্রমচর্চা যাতে সবাই মেনে চলে সেই লক্ষ্যে কাজ করছে দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণ সংস্থা।    

কুয়েত

কুয়েতের ব্যাংক প্রবাসীদের দেবে আরো বেশি ঋণ

কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির ব্যাংকগুলো। এখন থেকে প্রবাসীরা সর্বোচ্চ ৭০ হাজার কুয়েতি দিনার পর্যন্ত ঋণের সুযোগ পাবেন। আরব টাইমসের খবরে বলা হয়, যেসব প্রবাসীর মাসিক বেতন ৩ হাজার কুয়েতি দিনার বা তার বেশি, তারা সর্বোচ্চ ৭০ হাজার দিনার পর্যন্ত ঋণের জন্য আবেদন করতে পারবেন। মাসিক আয় দেড় হাজার থেকে তিন হাজার দিনারের মধ্যে হলে তারা সর্বোচ্চ ৫০ হাজার দিনার পর্যন্ত ঋণ পেতে পারেন। আর যাদের মাসিক বেতন ন্যূনতম ৬০০ দিনার, তারা সর্বোচ্চ ১৫ হাজার দিনার পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ সর্বোচ্চ সাত বছর পর্যন্ত হতে পারে। কুয়েতে সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ায় প্রবাসীদের জন্য এই সুযোগ তৈরি হয়েছে।

সৌদি আরব

সৌদিতে গোপন ব্যবসা শনাক্তে অভিযান

সৌদিতে এক হাজারেরও বেশি সন্দেহজনক বাণিজ্যিক কাভার-আপ বা গোপন ব্যবসায়িক কার্যক্রম শনাক্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। গোপন ব্যবসা প্রতিরোধ কর্মসূচির আওতায় দেশজুড়ে মোট ৩৫ হাজার ২৮০টি পরিদর্শন চালানো হয়। সৌদিতে অনেক সময় নাগরিকরা ব্যবসার লাইসেন্স নেন কিন্তু তা চালায় বিদেশিরা। এতে লাভ বা ক্ষতি সব থাকে বিদেশিদের হাতে। কিন্তু মালিক কাগজে-কলমে থাকেন সৌদির নাগরিক। এসব প্রতিষ্ঠানে বেশির ভাগই সময় কাজ করেন প্রবাসীরা। কিন্তু এখন সৌদিকরণের অংশ হিসেবে দেশটি এই অভিযান চালাচ্ছে, যাতে অর্থ বিদেশে পাচার বন্ধ করা যায়। সৌদি গেজেটের খবরে জানা যায়, আইন লঙ্ঘনের জন্য মোট ৮.৬৯ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। আর ৪৭টি মামলা করা হয়েছে। সৌদি সরকার জানিয়েছে, এসব অভিযানের লক্ষ্য অবৈধভাবে পরিচালিত ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

সংযুক্ত আরব আমিরাত

গোল্ডের দাম কমছে

সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় দিনের মতো গোল্ডের দাম কমছে। বৃহস্পতিবার মার্কেট খোলার পরপরই ২৪ ক্যারেট ও ২২ ক্যারেটের দাম পড়তির প্রবণতা দেখা গেছে। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বৃহস্পতিবার দুবাইয়ে টানা দ্বিতীয় দিনের মতো গোল্ডের দাম কমেছে বলে মনে করা হচ্ছে। এতে মূল্যবান ধাতুটির দাম এক শতাংশেরও বেশি নেমে গেছে। ২১, ১৮ ও ১৪ ক্যারেটের গোল্ডের দামেও পড়তির প্রবণতা লক্ষ করা গেছে। বিনিয়োগকারীরা জানিয়েছেন, দাম পড়ার কারণে নতুন বিনিয়োগকারীদের মার্কেট বিনিয়োগের সুবিধা তৈরি হয়েছে। 

Logo