Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে ট্রাফিক আইন ভঙ্গ কমেছে ব্যাপকভাবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:১৮

কুয়েতে ট্রাফিক আইন ভঙ্গ কমেছে ব্যাপকভাবে

কুয়েতে ট্রাফিক আইন ভঙ্গের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। কঠোর আইন প্রয়োগ ও পুলিশের ধারাবাহিক অভিযান চালানোর ফলে সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। গত বছরের অক্টোবরে এক দিনে যেখানে ৮২৩টি ‘ওভারল্যাপিং ভায়োলেশন’ (রাউন্ডআবাউট, মোড় বা ট্রাফিক সিগন্যালে বেআইনি ওভারটেক) রেকর্ড হয়েছিল, চলতি বছরের ৫ জানুয়ারি সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৪৫-এ। আরব নিউজ এ সংবাদ প্রকাশ করেছে। 

কুয়েতের ট্রাফিক আইন অনুযায়ী, ওভারল্যাপিং ভায়োলেশনের জন্য ১৫ দিনার জরিমানা এবং ইচ্ছাকৃতভাবে যান চলাচলে বাধা দিলে ২০ দিনার জরিমানার বিধান রয়েছে। এছাড়া নিয়ম অনুযায়ী গাড়ি সর্বোচ্চ দুই মাস পর্যন্ত জব্দ করা যায়। পুনরাবৃত্তি ঘটলে অভিযুক্তদের ট্রাফিক কোর্টে পাঠানো হয়।  

সাম্প্রতিক এক সপ্তাহে পুলিশ ৬০ জন বেপরোয়া চালককে আটক করেছে। জারি করেছে প্রায় ১৯ হাজার ট্রাফিক মামলা। জব্দ করা হয়েছে ২৫৪টি গাড়ি। একই সময়ে ১,৩০২টি দুর্ঘটনা মোকাবিলা করেছে ট্রাফিক বিভাগ, যার মধ্যে ২৪২টি ছিল আহত হওয়ার ঘটনা।  

কর্তৃপক্ষ জানিয়েছে, ধারাবাহিক অভিযানের ফলে সড়কে শৃঙ্খলা ফিরছে এবং দুর্ঘটনা কমছে। পুলিশ জানিয়েছে, তারা শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে। বিশেষ করে বেআইনি ওভারটেক ও যান চলাচলে বাধা দেওয়ার মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Logo