Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৭ জানুয়ারি ২০২৬

মহাসড়কে ডেলিভারি বাইক চলাচল নিষিদ্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১৬:০০

মহাসড়কে ডেলিভারি বাইক চলাচল নিষিদ্ধ

বাহরাইন

মহাসড়কে ডেলিভারি বাইক চলাচল নিষিদ্ধ

বাহরাইনের প্রধান সড়কগুলোতে ডেলিভারি মোটরবাইকের চলাচল বন্ধ করার একটি প্রস্তাব অনুমোদন করেছে দেশটির সংসদ। সংসদ সদস্যরা বলছেন, দ্রুতগতির সড়কে ডেলিভারি বাইক চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনাও বেশি দেখা যাচ্ছে।

তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাফিক বিভাগ জানিয়েছে, বাহরাইনের সড়ক নেটওয়ার্ক একে অপরের সঙ্গে সংযুক্ত হওয়ায় এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং হতে পারে। নিউজ অব বাহরাইনের খবরে জানা যায়, বিষয়টি সরকারের বিস্তারিত পর্যালোচনায় রয়েছে। অন্যদিকে, ট্রাফিক নিরাপত্তা জোরদারে ডেলিভারি চালকদের বিরুদ্ধে অভিযান এবং স্মার্ট ক্যামেরা বসানোর কাজও চলমান রয়েছে।


কুয়েত

ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা কমেছে কুয়েতে

কুয়েতে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা নাটকীয়ভাবে কমে গেছে।এখন অনেকটাই বদলে গেছে সড়কের চিত্র। একসময় যেখানে প্রতিদিন শত শত ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটত, সেখানে এখন দৃশ্যপট পুরোপুরি ভিন্ন। কুয়েতের ট্রাফিক বিভাগের কঠোর আইন প্রয়োগ ও টানা নজরদারির ফলে সড়ক আইন ভাঙার ঘটনা নাটকীয়ভাবে কমে এসেছে।

কর্তৃপক্ষ জানায়, গত বছরের অক্টোবর মাসে একদিনেই যেখানে ৮২৩টি গুরুতর লঙ্ঘন রেকর্ড হয়েছিল, সেখানে সাম্প্রতিক সময়ে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৪৫টিতে। দ্রুতগতিতে গাড়ি চালানো, বিপজ্জনক ওভারটেকিং এবং সিগন্যাল অমান্যের মতো অপরাধগুলোতে স্পষ্টভাবে লাগাম টানা সম্ভব হয়েছে।

গত এক সপ্তাহেই ১৯ হাজারের বেশি ট্রাফিক জরিমানা দেওয়া হয়েছে, জব্দ করা হয়েছে শতাধিক গাড়ি, আর আটক করা হয়েছে বহু বেপরোয়া চালককে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন ভাঙলে কোনো ছাড় দেওয়া হবে না। ফলে সতর্ক থাকা উচিত প্রবাসী বাংলাদেশিদেরও। 


সৌদি আরব

মক্কায় ৫ প্রবাসী আটক

সৌদির পবিত্র নগরী মক্কায় পুলিশ পাঁচজন প্রবাসীকে একটি ম্যাসাজ পার্লারে অশ্লীল ও অনৈতিক কাজ করার অভিযোগে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে। তবে আটক প্রবাসীরা কোন দেশের বা তাদের নাম প্রকাশ করেনি পুলিশ। মক্কা মেয়র অফিস থেকে জানানো হয়েছে, আইন লঙ্ঘনের কারণে পার্লারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সম্পন্ন করেছে।

এদিকে, সৌদি সরকার সাইবার হয়রানির বিরুদ্ধে জনগণকে সতর্ক করেছে। বলা হয়েছে, সামাজিক মাধ্যমে কাউকে হয়রানি করা, অশালীন, আক্রমণাত্মক মন্তব্য করা গুরুতর অপরাধ। এসব কাজ থেকে দূরে থাকতে নাগরিক ও বাসিন্দাদের নির্দেশনা দিয়েছে সৌদির পাবলিক প্রসিকিউশন।  


সংযুক্ত আরব আমিরাত

খাবারে লবণের ব্যবহার কমাতে বলল আমিরাত

আমিরাতের সরকার প্যাকেটজাত ও বেকারি পণ্যে লবণের ব্যবহার নিয়ন্ত্রণ করবে বলে ঘোষণা দিয়েছে। আমিরাতের জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি জরিপে দেখা গেছে, প্রায় ৯৬.২ % মানুষ প্রয়োজনের চেয়ে বেশি লবণ গ্রহণ করছে। যার কারণে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও কিডনি সমস্যা সৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতি মোকাবিলায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন নিয়ম প্রস্তাব করছে, যা প্যাকেটজাত, প্রক্রিয়াজাত এবং বেকারি পণ্যে সর্বোচ্চ লবণের মাত্রা নির্ধারণ করবে। বিশেষ করে রুটির মতো সর্বাধিক ব্যবহৃত খাবারে লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে। গালফ নিউজের খবরে আরো জানা যায়, আমিরাতে প্রাপ্তবয়স্কদের প্রায় এক-চতুর্থাংশের রক্তচাপ ইতোমধ্যেই বেশি। এই নতুন নিয়মটি স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Logo