Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে সাকিবকে নিয়ে প্রবাসীদের উচ্ছ্বাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০০:১৬

আমিরাতে সাকিবকে নিয়ে প্রবাসীদের উচ্ছ্বাস

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইএল টি-টোয়েন্টির ২০২৫-২৬ মৌসুমের ফাইনালে রানার্সআপ হলেও ভক্তদের হৃদয় জয় করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচ শেষে ভক্তদের সঙ্গে করমর্দন ও আন্তরিক আচরণ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।  

ফাইনালে মুখোমুখি হয় এমআই এমিরেটস ও ডেজার্ট ভাইপার্স। টস জিতে ফিল্ডিং নেয় এমিরেটস। ভাইপার্স ২০ ওভারে ১৮২ রান করে। জবাবে এমিরেটস ১৮.৩ ওভারে ১৩৬ রানে অলআউট হয়। সাকিব ২৭ বলে ৩৬ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। যদিও বোলিংয়ে উইকেট পাননি, তবুও তার ব্যাটিং ছিল দলের ভরসা। শেষ পর্যন্ত ডেজার্ট ভাইপার্স ৪৬ রানে জয় পেয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে।  

সাকিব এবারের আইএল টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন, ইকোনমি ছিল ৬.১০। দুইবার ম্যাচসেরা হয়েছেন তিনি। ফাইনালে তার ব্যাটিং ছিল দলের একমাত্র উজ্জ্বল দিক। যদিও শিরোপা হাতছাড়া হয়েছে, তবুও তার লড়াই ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।  

ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় ভক্তদের সঙ্গে করমর্দন করেন সাকিব। এই মুহূর্তের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুক ও টিকটকে প্রবাসী বাংলাদেশিরা লিখেছেন, “রানার্সআপ হলেও সাকিব আমাদের গর্ব।” ইউটিউবে এক ভিডিওতে দেখা যায়, সাকিব দর্শকদের সঙ্গে কথা বলছেন এবং তাদের পানি দিচ্ছেন। তার এই মানবিক আচরণ ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।  

আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা সাকিবকে মাঠে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সাকিবের উপস্থিতি তাদের প্রবাস জীবনে আনন্দের উৎস। ম্যাচ শেষে ভক্তদের সঙ্গে তার করমর্দন ও আন্তরিকতা প্রবাসীদের কাছে বিশেষ স্মৃতি হয়ে উঠেছে। 

Logo