কুয়েত থেকে ফেরত পাঠানো হলো প্রায় ৪০ হাজার অভিবাসীকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০০:১৪
কুয়েত গত এক বছরে প্রায় ৩৯ হাজার ৪৮৭ জন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। দেশটির নিরাপত্তা-সংক্রান্ত একটি সূত্র আরব টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, মাদক গ্রহণ, আইন-কানুন লঙ্ঘন এবং নিরাপত্তা সম্পর্কিত অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে এসব অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আইন প্রয়োগের ক্ষেত্রে কুয়েত সরকার কোনো ছাড় দিচ্ছে না। নিরাপত্তা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরই অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। এমনকি বৈধ ভিসা থাকা সত্ত্বেও যারা স্পন্সরদের ভিসা শর্ত ভঙ্গ করেছেন, তাদেরও ফেরত পাঠানো হয়েছে।
এই অভিযান পরিচালনা করেছে বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থা। কুয়েত সরকার এখনো আইন ভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান ধরে রেখেছে। ফলে অভিবাসীদের জন্য নিয়ম মেনে চলা এবং বৈধভাবে বসবাস করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
তবে যারা নিয়ম মেনে চলছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন না এবং আইনগতভাবে বৈধ রয়েছেন, তাদের কুয়েতে থাকার ক্ষেত্রে স্বাগত জানানো হচ্ছে। সরকার জানিয়েছে, বৈধ অভিবাসীদের অধিকার সংরক্ষণ করা হবে এবং তারা নিরাপদে কাজ ও বসবাস করতে পারবেন।
logo-1-1740906910.png)