Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ভিসা জটিলতায় বাড়ছে আমিরাত প্রবাসীদের বেকারত্ব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০০:১২

ভিসা জটিলতায় বাড়ছে আমিরাত প্রবাসীদের বেকারত্ব

সংযুক্ত আরব আমিরাতে চলমান ভিসা জটিলতার কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেকারত্ব বাড়ছে। দীর্ঘদিন ধরে শ্রমিক সংকটে দেশীয় প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়েছে। এর ফলে নতুন করে বড় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কর্মহীন হয়ে পড়ছেন দৈনিক আয় নির্ভর প্রবাসীরা।  

এই সংকট মোকাবিলায় কমিউনিটির কিছু বাংলাদেশি ব্যবসায়ী এগিয়ে এসেছেন স্বল্প বিনিয়োগে যৌথ উদ্যোগ ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে। শারজায় এমন উদ্যোগে ইতোমধ্যেই দুই শতাধিক বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। সমন্বিত বাজার সৃষ্টির মাধ্যমে তারা কর্মহীন প্রবাসীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছেন।  

শারজাহর শিল্পাঞ্চলে চালু হয়েছে ‘বাংলা বাজার’, যেখানে রয়েছে ৭৬টি দোকান। নিত্যপণ্য, গার্মেন্টস সামগ্রী থেকে শুরু করে খাবারের দোকানও স্থান পেয়েছে সেখানে। ব্যবসায়ীদের একজন জানান, “স্বল্প আয়ের ব্যবসার একেকটা দোকান আমরা উদ্যোগ নিয়েছি। বিগত পাঁচ মাস ধরে চেষ্টা করার পর এখন আমরা পারমিশন পেয়েছি।”  

কর্মহীন প্রবাসীরা এই বাজারকে আশার আলো হিসেবে দেখছেন। এখানে স্বল্প খরচে উদ্যোক্তা হওয়ার সুযোগও তৈরি হয়েছে। ফলে যারা বড় বিনিয়োগে আগ্রহ হারিয়েছেন, তারা ছোট পরিসরে ব্যবসা শুরু করে কর্মসংস্থানের পথ খুঁজে পাচ্ছেন।  

দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকায় অনুমোদন নিয়ে গড়ে ওঠা এসব বাজারে কয়েক হাজার প্রবাসীর কর্মসংস্থান হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ভিসা জটিলতার কারণে বড় বিনিয়োগে বাধা থাকলেও স্বল্প বিনিয়োগের এ উদ্যোগ প্রবাসীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। 

Logo