মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৫ জানুয়ারি ২০২৫
বাহরাইনে মেট্রোর কাজ শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১৯:০৭
বাহরাইন
বাহরাইনে মেট্রোর কাজ শুরু
বাহরাইনের মানামায় বিমানবন্দরকে বিভিন্ন এলাকার সঙ্গে যুক্ত করা এক মেট্রাে রেল প্রকল্পের প্রথম রুটের নির্মাণকাজ শুরু হয়েছে। প্রথম ধাপে বিমানবন্দর থেকে সিফ পর্যন্ত একটি লাইন এবং জুফায়্যার থেকে ইসা টাউন পর্যন্ত আরেকটি লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে মোট ২০টি মেট্রো স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং এতে দুটি প্রধান ইন্টারচার্জ স্টপ থাকবে। একটি হবে বাহরাইন ফাইন্যান্সিয়াল হারবার এলাকায় আর অন্যটি সেন্ট্রাল মার্কেট এলাকায়, যা আবাসিক ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ অংশগুলোকে সরাসরি যুক্ত করবে। এই মেট্রোর নির্মাণ শেষ হলে মানামায় ট্রাফিক জ্যাম কমবে, নাগরিক ও প্রবাসীদের কাছে যাতায়াত অনেক বেশি সুবিধাজনক হবে। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, মেট্রো প্রকল্প দুটি আলাদাভাবে পরিকল্পনা ও বাস্তবায়ন করা হলেও ভবিষ্যতে এগুলো একে-অপরের সাথে যুক্ত হবে।
সৌদি আরব
সৌদিতে বাংলাদেশের মাইলফলক
২০২৫ সালে সৌদিতে গেছেন ৭ লাখ ৫০ হাজার বাংলাদেশি, যা ইতিহাসে সর্বোচ্চ। সংখ্যাটি গত বছরের চেয়ে ১৬ শতাংশ বেশি।দেশটিতে আছেন প্রায় ৩৫ লাখ প্রবাসী বাংলাদেশি। বছরে ৫ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসে সৌদি থেকে।
নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, ধীরে ধীরে বাংলাদেশি শ্রমিকদের জন্য সৌদি আরব প্রধান গন্তব্য হয়ে উঠছে। এর ফলে বাংলাদেশিদের শক্তি, দক্ষতা আর বিদেশি সমর্থন আরো বৃদ্ধি পেয়েছে। সৌদি থেকে আসা রেমিট্যান্স বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শুধু সাধারণ কাজ নয়, বরং উচ্চ দক্ষ লোকবল নিয়োগও এখন আগের চেয়ে অনেক বেশি। শুধু সাধারণ কাজ নয়, বরং উচ্চ দক্ষ লোকবল নিয়োগও এখন আগের চেয়ে অনেক বেশি যাচ্ছে বাংলাদেশ থেকে।। বিশেষ করে তাকাফুল স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম ও প্রশিক্ষণ কেন্দ্র বাড়িয়ে দেওয়া হয়েছে।
কুয়েত
কুয়েতে জেঁকে বসেছে শীত
কুয়েতে জেঁকে বসা হাড় কাঁপানো শীতে জনজীবন পর্যুদস্ত হয়েছে। এমন শৈত্যপ্রবাহ ৭ জানুয়ারি পর্যন্ত চলবে। শৈত্যপ্রবাহের কারণে মরু অঞ্চলের কিছু এলাকায় বরফ জমাট বাধা ও শীলাবৃষ্টির মতো অবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। রাতে তাপমাত্রা মরু অঞ্চলে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। অন্যান্য এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস হবে এবং রাতে সর্বনিম্ন ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।এদিকে, শীত বাড়ায় ঘরবাড়ি গরম করার কাজে লাগে এমন কয়লার দাম ৭৫ শতাংশ বেড়ে গেছে কুয়েতে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে শীত ও কুয়াশার ঘনঘটা
শীতের এই সময়ে সংযুক্ত আরব আমিরাতে আবহাওয়া বেশ অস্থির। তীব্র ঠান্ডা বাতাস, আকাশে ধুলা জমছে, আর কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গালফ নিউজের খবরে বলাা হয়েছে, দিনের বেলায় হালকা কুয়াশা দেখা দিতে পারে, আর রাতে তাপমাত্রা হঠাৎ কমে যেতে পারে। আবহাওয়া বিভাগ নাগরিক ও প্রবাসীদের বাইরে গেলে সতর্ক থাকতে এবং আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে চলতে পরামর্শ দিয়েছে। কুয়াশার কারণে সতর্কভাবে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)