Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশি প্রবাসীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১০:০৪

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশি প্রবাসীর

ওমানের রাজধানী মাসকাটে আজেইবা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন বাংলাদেশি প্রবাসী। ১ জানুয়ারি ভোর ৫টার দিকে চাকরিতে যাওয়ার পথে তাদের প্রাইভেট গাড়ি অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে পড়ে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও তাদের জীবন রক্ষা করা যায়নি।  

নিহতদের পরিচয়  

- লোকমান হাকিম রুমেল (৪৩), কক্সবাজারের রামু উপজেলার মন্ডল পাড়া  

- প্রদীপ শর্মা নিলয় (৩৪), কক্সবাজারের উখিয়া উপজেলার ঝুমকা নাপিত পাড়া  

- মো. রুবেল (৩১), কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিডালি গ্রামের বাসিন্দা  

- হারুন অর রশিদ (৩২), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আবু তাহেরের ছেলে  

তাদের মরদেহ মাসকাটের মদিনাতুল তাব্বা এলাকার মেডিকেল সিটি মিলিটারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।  

গাড়ির চালক সাঈদ, যিনি বাংলাদেশি এবং কুমিল্লার বাসিন্দা, বর্তমানে নগরীর কোলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ দেশে পাঠানো হবে।  

এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ওমানে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী পরিবারগুলোতে নেমেছে গভীর শোক।

Logo