ভুয়া ওয়ার্ক ভিসা প্রদানকারীদের থেকে প্রবাসী ও চাকরি প্রত্যাশীদের সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ। কয়েকটি প্রতারক চক্র ভিসা স্পন্সরশিপের মিথ্যা আশ্বাস দিয়ে প্রবাসীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গালফ নিউজ এ সংবাদ প্রকাশ করেছে।
দুবাইয়ের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অধীন অ্যান্টি-ফ্রড সেন্টার জানিয়েছে, এসব চক্রের দেওয়া ভিসা প্রস্তাবের কোনো আইনি ভিত্তি নেই। চলমান #BewareOfFraud অভিযানের অংশ হিসেবে পুলিশ বলেছে, ওয়ার্ক ভিসা পাওয়ার একমাত্র নিরাপদ উপায় হলো সরকারি অনুমোদিত চ্যানেল অথবা লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে আবেদন করা।
প্রবাসীদের করণীয়:
- চাকরি প্রত্যাশীদের যে কোনো ভিসা প্রস্তাবের ক্ষেত্রে অর্থ প্রদানের আগে সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করতে হবে।
- কাগজপত্র প্রক্রিয়াকরণের জন্য শুধু অনুমোদিত অফিস ও সরকারি প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
- আইনি প্রক্রিয়ার বাইরে ‘নিশ্চিত’ ভিসা দেওয়ার দাবি করা ব্যক্তি বা গোষ্ঠীর ব্যাপারে সতর্ক থাকতে হবে।
দুবাই পুলিশ বলেছে, সতর্কতা ও রিপোর্টিংই প্রতারণা প্রতিরোধের মূল চাবিকাঠি। অ্যান্টি-ফ্রড সেন্টার জানিয়েছে, “সব সময় সরকারি চ্যানেলের মাধ্যমে প্রস্তাব যাচাই করুন এবং যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কখনোই অগ্রিম অর্থ প্রদান করবেন না।”
logo-1-1740906910.png)