Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৪ জানুয়ারি ২০২৬

সৌদিতে ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯

সৌদিতে ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

বাহরাইন

রেকর্ডসংখ্যক যাত্রী চলাচল বাহরাইন বিমানবন্দরে

রেকর্ডসংখ্যক যাত্রী চলাচলের কারণে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর ধীরে ধীরে গুরুত্বপূর্ণ আঞ্চলিক এয়ার ট্রানজিট হাব হিসেবে প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। দে‍শটির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত প্রায় ৮০ লাখ যাত্রী বিমানবন্দরটির মাধ্যমে যাতায়াত করেছে। এই সংখ্যা বিমানবন্দরটির ইতিহাসে রেকর্ড হিসেবে গণ্য হচ্ছে। ৯৭ হাজারেরও বেশি বিমান উড্ডয়ন ও অবতরণ করেছে বাহরাইন থেকে। ২০২৫ সালের আগস্ট, জুলাই ও অক্টোবর ছিল বিমানবন্দরটির জন্য ব্যস্ততম মাস। আন্তর্জাতিক ভ্রমণ বৃদ্ধি, ব্যবসা ও পর্যটন কার্যক্রম সম্প্রসারণের কারণে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গালফ অঞ্চলে।

কুয়েত

কুয়েতে প্রবাসীদের সিভিল আইডি

সীমিত সংখ্যক প্রবাসীকে সিভিল আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। সিভিল আইডি কার্ডগুলোতে থাকবে ইলেকট্রনিক চিপ, যার মেয়াদ হবে ১০ থেকে ১৫ বছর। কুয়েত সরকার জানিয়েছে, যেসব প্রবাসী দেশটিতে রিয়েল এস্টেট কোম্পানির মালিক, তারা পাবেন ১০ বছর মেয়াদি সিভিল আইডি। আর প্রবাসী বিনিয়োগকারীদের দেওয়া হবে ১৫ বছরের সিভিল আইডি কার্ড। কুয়েত সরকারের এ সংক্রান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, ইলেকট্রনিক চিপ-সংবলিত সিভিল আইডিতে সুবিধাভোগী প্রবাসীদের সব ধরনের তথ্য যুক্ত থাকবে। আর চিপটি হবে মেশিন রিডেবল। এই কার্ডধারীরা ইলেকট্রিক চিপের মাধ্যমে তাদের সব তথ্য, ডকুমেন্টেশন, আপডেট ও রিনিউয়াল করতে পারবেন। এটিকে বড় সুযোগ ও সম্মান হিসেবেই দেখছেন কুয়েতে থাকা প্রবাসীরা।    

 

সৌদি আরব

সৌদিতে ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

২০২৫ সালে সৌদি আরবে ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৬৮ শতাংশ মাদকের সাথে যুক্ত ছিল। এই সংখ্যা ২৪৩ জন। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, গত দুই বছর ধরেই গুরুতর অপরাধে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ক্রমাগত বাড়ছে সৌদিতে।

এদিকে, গত সপ্তাহে সৌদি থেকে ১২ হাজার ২৩৮ জনকে বহিষ্কার করা হয়েছে, যাদের ৯৯ শতাংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলা অভিযানে মোট ১৮ হাজার ৮০৫ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। আটক ও বহিষ্কৃতদের অধিকাংশই আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনকারী।

Logo