আইপিএল থেকে বাদ পড়লেন মুস্তাফিজ; প্রবাসীদের ক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫১
বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স (KKR) তাদের স্কোয়াড থেকে বাদ দিয়েছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) নির্দেশ দিয়েছে কেকেআরকে মুস্তাফিজুরকে দল থেকে বাদ দিতে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর প্রকাশিত হওয়ায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিকে এই সিদ্ধান্ত নিতে বলে।
ডিসেম্বর ২০২৫-এর মিনি-অকশনে মুস্তাফিজুরকে ৯.২ কোটি রুপিতে দলে নিয়েছিল KKR। এটি আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য। ফলে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ও জনমতের চাপের কারণে শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিতে হলো।
BCCI সচিব দেবজিত সাইকিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সাম্প্রতিক পরিস্থিতির কারণে KKR-কে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে বলা হয়েছে। প্রয়োজনে ফ্র্যাঞ্চাইজি তাঁর পরিবর্তে নতুন খেলোয়াড় নিতে পারবে।”
KKR এখন নতুন একজন বিদেশি পেসার খুঁজছে। অকশনে যারা অবিক্রিত ছিলেন, তাঁদের মধ্য থেকে একজনকে নেওয়ার সম্ভাবনা রয়েছে। মিডিয়া রিপোর্টে স্পেন্সার জনসনসহ কয়েকজনের নাম আলোচনায় এসেছে।
মুস্তাফিজুর ছিলেন আসন্ন মৌসুমে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। তাঁর বাদ পড়া বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশার খবর। তবে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
দুবাইয়ের এক প্রবাসী ফেসবুক গ্রুপে লিখেছেন, “আমরা এখানে প্রতিদিন দেশের ক্রিকেটারদের সাফল্যে গর্ব করি। মুস্তাফিজকে বাদ দেওয়া শুধু ক্রিকেট নয়, দেশের ইমেজকেও আঘাত করেছে।”
রিয়াদে থাকা এক বাংলাদেশি মন্তব্য করেছেন, “রাজনীতির কারণে খেলোয়াড়দের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়া দুঃখজনক। আমরা চাই ক্রিকেট আলাদা থাকুক।”
আবুধাবির এক প্রবাসী কমেন্ট করেছেন: “৯.২ কোটি রুপিতে দলে নেওয়া হয়েছিল, এটা আমাদের জন্য গর্বের বিষয় ছিল। এখন বাদ পড়ায় মনে হচ্ছে প্রবাসীদের স্বপ্ন ভেঙে গেল।”
কাতারে থাকা এক বাংলাদেশি ফেসবুক পোস্টে লিখেছেন: “আমরা এখানে রাত জেগে আইপিএল দেখি। মুস্তাফিজ না থাকলে আগ্রহ অনেকটাই কমে যাবে।”
ওমানের এক প্রবাসী মন্তব্য করেছেন, “ক্রিকেটে রাজনীতির প্রভাব বাড়ছে। এটা শুধু মুস্তাফিজ নয়, পুরো বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর।”
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার খবর শুধু দেশের ভেতরে নয়, প্রবাসী বাংলাদেশিদের মাঝেও গভীর হতাশা তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের প্রতিক্রিয়া প্রমাণ করে, ক্রিকেট শুধু খেলা নয়। এটি প্রবাসীদের জন্যও দেশের সঙ্গে আবেগের সংযোগ।
logo-1-1740906910.png)