দুবাই ও শারজাহ বিমানবন্দরে ৩ জানুয়ারি ভোরে ঘন কুয়াশার কারণে ফ্লাইট চলাচলে বড় ধরনের সমস্যা দেখা দেয়। অনেক ফ্লাইট দেরিতে ছাড়ে এবং কয়েকটি ফ্লাইট অন্যত্র চলে যায়।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (DXB) থেকে ২১টি এবং দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল (DWC) থেকে ২টি ফ্লাইট অন্যত্র পাঠানো হয়। একই সঙ্গে এমিরেটস, ফ্লাই দুবাই ও এয়ার অ্যারাবিয়ার বেশ কিছু ফ্লাইট এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত দেরি করে ছাড়ে।
এমিরেটসের কলম্বো, অকল্যান্ড, মালদ্বীপ, ব্রিসবেনসহ কয়েকটি রুটে দেরি হয়। ফ্লাই দুবাইয়ের মোম্বাসা ও ক্রাবি রুটেও দেরি হয়। এয়ার অ্যারাবিয়ার দিল্লি, কাজান, আদ্দিস আবাবা, কোচিনসহ কয়েকটি রুটে একই অবস্থা দেখা যায়।
দুবাই এয়ারপোর্টস জানায়, আবহাওয়ার কারণে সাময়িক সমস্যা হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কাজ করছে, যাতে যাত্রীদের ভোগান্তি কমানো যায়।
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) আগেই কুয়াশার সতর্কতা দিয়েছিল। তারা জানিয়েছিল, ভোরে দৃশ্যমানতা কমে যাবে। এজন্য সড়কে গাড়ির গতিসীমা নামিয়ে আনা হয় ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
logo-1-1740906910.png)