আবুধাবিতে অনুমতি ছাড়া অনুষ্ঠান আয়োজনে জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩
জনসাধারণের জায়গায় অনুমতি ছাড়া ক্যাম্পিং বা অনুষ্ঠান আয়োজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে আল ধাফরা মিউনিসিপ্যালিটি। গালফ নিউজের এক প্রতিবেদনে জানা যায়, এ ধরনের কর্মকাণ্ডে ধরা পড়লে বড় অঙ্কের জরিমানা দিতে হবে।
মিউনিসিপ্যালিটি জানিয়েছে, প্রথমবার অপরাধে জরিমানা হবে ১০ হাজার দিরহাম। দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানা বাড়বে ১৫ হাজার দিরহামে। আর তৃতীয়বারে জরিমানা হবে ২০ হাজার দিরহাম পর্যন্ত। মেয়াদোত্তীর্ণ পারমিট ব্যবহার করা বা লাইসেন্সের শর্ত পূরণ না করলেও একই ধরনের শাস্তি প্রযোজ্য হবে।
শুধু ক্যাম্পিং নয়, জনসমাগমস্থলে অতিরিক্ত শব্দ করা, লেজার লাইট ব্যবহার করা বা ধুলো উড়িয়ে জনসাধারণকে বিরক্ত করাও অপরাধ হিসেবে গণ্য হবে। এসব কর্মকাণ্ডে ধরা পড়লে জরিমানা করা হবে এবং পুনরাবৃত্তি হলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হতে পারে। মিউনিসিপ্যালিটি বলছে, এসব নিয়ম ভঙ্গ করলে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয় এবং সামাজিক শৃঙ্খলা নষ্ট হয়।
আল ধাফরা মিউনিসিপ্যালিটির মূল লক্ষ্য হলো জনসাধারণের জায়গার সৌন্দর্য ও নিরাপত্তা বজায় রাখা। কর্তৃপক্ষ বলছে, জনসাধারণ ও পর্যটকদের উচিত নিয়ম মেনে চলা এবং অনুমতি ছাড়া কোনো কার্যক্রম না করা। এতে শুধু আইন ভঙ্গ হয় না, বরং অন্যদের জন্যও ভোগান্তি তৈরি হয়।
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে শীতকালে ক্যাম্পিং জনপ্রিয় হয়ে ওঠে। পরিবার ও বন্ধুদের সঙ্গে মরুভূমি বা জনসাধারণের জায়গায় তাঁবু খাটিয়ে সময় কাটানো অনেকের কাছে আনন্দের বিষয়। তবে অনুমতি ছাড়া এসব আয়োজন করলে পরিবেশের ক্ষতি হয় এবং নিরাপত্তা বিঘ্নিত হয়। তাই মিউনিসিপ্যালিটি কঠোর অবস্থান নিয়েছে।
আবুধাবির আল ধাফরা অঞ্চলে জনসাধারণের জায়গায় অনুমতি ছাড়া ক্যাম্পিং বা অনুষ্ঠান আয়োজন করলে সর্বোচ্চ ২০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ জনসাধারণকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে সামাজিক শৃঙ্খলা ও জনস্বার্থ অক্ষুণ্ণ থাকে।
logo-1-1740906910.png)