বিগ টিকিটে ১ লাখ দিরহাম জিতলেন প্রবাসী বাংলাদেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪২
সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে বসবাসরত এক বাংলাদেশি প্রবাসী বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্রতে জিতে নিয়েছেন ১ লাখ দিরহাম। দীর্ঘদিনের চেষ্টা ও ধৈর্যের ফলেই এসেছে এই সৌভাগ্য।
৩৩ বছর বয়সী রফিক খাঁ গত ১৫ বছর ধরে আল আইন শহরে বসবাস করছেন। ‘গার্ডেন সিটি’ নামে পরিচিত এই শহরেই তিনি নিজের জীবন গড়ে তুলেছেন। সিরিজ ২৮২-এর ড্রতে তার টিকিট নম্বর ১৭৭৫২০ বিজয়ী হয়।
লাইভ ড্র চলাকালে শো হোস্ট রিচার্ড প্রথমে ফোনে যোগাযোগ করলে রফিক কলটি মিস করেন। তবে পরে যখন সুখবর তার কাছে পৌঁছায়, আনন্দে ভরে ওঠে চারপাশ। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমি সত্যিই এই অর্থের প্রয়োজন ছিল”।
রফিক প্রায় এক বছর ধরে নিয়মিত বিগ টিকিট কিনে আসছিলেন। তিনি একা নন, বরং ২০ সদস্যের একটি গ্রুপের সঙ্গে মিলে টিকিট কিনতেন। তার মতে, এই জয় প্রমাণ করে যে ধৈর্য, অধ্যবসায় এবং দলগত প্রচেষ্টা শেষ পর্যন্ত ফল দেয়।
রফিকের কাছে এই জয় শুধু অর্থ নয়, বরং জীবনের একটি শিক্ষা। তিনি বলেন, “আপনি একা খেলুন বা বন্ধুদের সঙ্গে, চেষ্টা চালিয়ে যান। কখন যে ভাগ্য আপনার দরজায় কড়া নাড়বে, তা কেউ জানে না”।
logo-1-1740906910.png)