Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ভুয়া ট্রাভেল প্যাকেজ কেলেঙ্কারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪১

বাহরাইনে ভুয়া ট্রাভেল প্যাকেজ কেলেঙ্কারি

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া ট্রাভেল প্যাকেজ প্রতারণার অভিযোগে এক ট্রাভেল এজেন্সির মালিক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বয়স যথাক্রমে ৬৭ ও ৪৬ বছর। নিউজ অব বাহরাইন ৩ জানুয়ারি এ সংবাদ প্রচার করেছে।

অর্থনৈতিক অপরাধ দমন বিভাগ জানায়, একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন যে তারা ভুয়া ভ্রমণ অফার বুক করতে গিয়ে প্রতারিত হয়েছেন। এসব অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। প্রমাণ সংগ্রহের পর অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।  

কর্তৃপক্ষ জানিয়েছে, মামলাটি এখন পাবলিক প্রসিকিউশনে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ অধিদপ্তর নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। তারা জোর দিয়ে জানিয়েছে, ভ্রমণ ও পর্যটন সেবা গ্রহণের সময় অফার ও বুকিংয়ের সত্যতা যাচাই করা জরুরি।  

জনসাধারণকে সন্দেহজনক প্রতারণার ঘটনা রিপোর্ট করতে উৎসাহিত করা হয়েছে। এজন্য হটলাইন ৯৯২ অথবা ‘My Government’ অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

Logo