Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩ জানুয়ারি ২০২৬

বাহরাইন, সৌদিতে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৮:৫৩

বাহরাইন, সৌদিতে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস

বাহরাইন

বাহরাইনে আসছে তীব্র শৈত্যপ্রবাহ

বাহরাইনে ৫ জানুয়ারি থেকে শীতের তীব্রতা আরো বাড়বে। উত্তর-পশ্চিমের শীতল দমকা বাতাসের ফলে এমন শঙ্কা জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। শনিবার থেকে আবারো উত্তর দিক থেকে প্রবল বাতাস বয়ে আসতে শুরু করেছে।

বাহরাইনের আবহাওয়া অফিস আরো জানাচ্ছে, বাতাসের এই দিক পরিবর্তনের কারণে তাপমাত্রা ধাপে ধাপে আবার কমতে শুরু করবে। বাতাসের কারণে শীত আরো বেশি অনুভূত হবে।

পূর্বাভাস অনুযায়ী সোমবার শীতের প্রভাব সবচেয়ে বেশি বাড়বে এবং শীত সর্বোচ্চ অনুভূত হবে, যা তাপমাত্রার সর্বনিম্ন রেকর্ডও হতে পারে। এই সময়ে নাগরিক ও বাসিন্দাদের আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত দেখে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। 

 

সৌদি আরব

সৌদিতে শুরু হয়েছে তীব্র শৈত্যপ্রবাহ

জানুয়ারি থেকে সৌদি আরবে তীব্র শৈত্যপ্রবাহের পূ্র্বাভাস দেওয়া হয়েছে। কিছু এলাকায় তাপমাত্রা ডিগ্রিতে নেমে যাওয়ার শঙ্কা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। শনিবার থেকে শুরু করে আগামী কয়েক দিন সৌদির উত্তর মধ্যাঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমবে। রাতে ভোরে এই শীত বেশি অনুভূত হবে। শৈত্যপ্রবাহের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। রিয়াদ, কাসিম, তাবুক, হাইল, আল জৌফ, নর্দার্ন বর্ডার অঞ্চল এই শৈত্যপ্রবাসে সবচেয়ে বেশি আক্রান্ত হবে। তাপমাত্রা নামবে ডিগ্রি থেকে মাইনাস ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

 

কুয়েত

ব্যাংক নোট নিয়ে সতর্কতা জারি

কুয়েতে ব্যাংক নোট নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির সেন্ট্রাল ব্যাংক নাগরিক বাসিন্দাদের এই বলে সতর্ক করে দিয়েছে, যাতে তারা প্রতিটি ব্যাংক নোট ভালো করে পরীক্ষা করে নেয়। আলোর বিপরীতে নোটে থাকা বাজপাখির জলছাপসহ নানা চিহ্ন দেখে নিতে বলা হয়েছে। এই সতর্কবার্তা এমন সময়ে এসেছে, যখন কুয়েতের বাজারে নকল নোট জাল নোটের হাত বদলের ঘটনা বাড়ছে। আরব টাইমসের খবরে বলা হয়েছে, জাল নোটের হাত বদলে ক্ষতির মুখে পড়তে পারেন দেশটির নাগরিক প্রবাসীরা। তাই সতর্ক থাকা উচিত প্রবাসীদেরও।  

 

সংযুক্ত আরব আমিরাত

নতুন বছরে বিভিন্ন নিয়ম জারি হলো আমিরাতে

আমিরাতে ২০২৬ সাল শুরু করল নতুন কিছু বড় নিয়ম পরিবর্তনের মাধ্যমেযেগুলো ১ জানুয়ারি ২০২৬ থেকে ধাপে ধাপে কার্যকর হতে শুরু করেছে। নতুন বছরে শুক্রবার স্কুলগুলো ১১টা ৩০ মিনিটে ছুটি হবে, যাতে সবাই একসাথে ১২টা ৪৫ মিনিটে জুমার নামাজ আদায় করতে পারে। মিষ্টি জাতীয় পানীয়তে ৫০ শতাংশ ফ্ল্যাট ট্যাক্সের বদলে পানীয়তে মিষ্টির পরিমাণের ওপর নির্ধারিত হবে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, নতুন বছরে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রেড কার্পেট সার্ভিস চালু হয়েছে যাতে যাত্রীরা দ্রুত এআই ক্যামেরার মাধ্যমে ইমিগ্রেশন পার হতে পারেন। এছাড়া সিঙ্গেল ইউজড প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা এসেছে। ধারণা করা হচ্ছে, এই নিয়মগুলো নাগরিক প্রবাসীদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে ২০২৬ সালের শুরুর দিন থেকে।

 

Logo