Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ে চালু হলো বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৮:২৩

দুবাইয়ে চালু হলো বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল সিয়েল দুবাই। ৩৭৭ মিটার উচ্চতার এই কাচের টাওয়ারটি নির্মাণ করেছে দ্য ফার্স্ট গ্রুপ এবং পরিচালনা করবে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের ভিগনেট কালেকশন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এটি শুধু দুবাই নয়, পুরো বিশ্বের আতিথেয়তা শিল্পে নতুন এক মাইলফলক।  

সিয়েল দুবাই টাওয়ারে রয়েছে মোট ৮২ তলা। হোটেলটিতে ১ হাজার ৪টি রুম ও সুইট রাখা হয়েছে। প্রতিটি তলা থেকেই দেখা যায় দুবাইয়ের বিখ্যাত পাম জুমেইরা ও মেরিনা এলাকার মনোরম দৃশ্য। ভবনটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে চারপাশ থেকে প্রাকৃতিক আলো ভেতরে প্রবেশ করতে পারে।  

ভাড়া ও সুবিধা  

- সাধারণ রুমের ভাড়া: রাতপ্রতি ১ হাজার ৩১০ দিরহাম (প্রায় ৪৫ হাজার টাকা)

- প্রিমিয়াম স্যুইট: রাতপ্রতি প্রায় ২ হাজার ৪০০ দিরহাম 

অতিথিদের জন্য রয়েছে রুফটপ অবজারভেশন ডেক, যেখানে বসে তারা ৩৬০ ডিগ্রি দৃশ্য উপভোগ করতে পারবেন।  

বিশ্লেষকরা মনে করছেন, সিয়েল দুবাইয়ের উদ্বোধন মধ্যপ্রাচ্যের পর্যটন ও আতিথেয়তা শিল্পে নতুন মাত্রা যোগ করবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসবেন শুধু থাকার জন্য নয়, বরং স্থাপত্য ও বিলাসবহুল অভিজ্ঞতা উপভোগ করার জন্যও। 

Logo