Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

প্রবাসী কর্মীদের ভিসা আরো কঠিন করল ওমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৮:২২

প্রবাসী কর্মীদের ভিসা আরো কঠিন করল ওমান

ওমান সরকার বিদেশি কর্মীদের প্রবেশের আগে নতুন করে কঠোর শর্ত আরোপ করেছে। বিশেষ করে প্রকৌশল, লজিস্টিকস ও অ্যাকাউন্টিংয়ের মতো নিয়ন্ত্রিত পেশায় চাকরি করতে ইচ্ছুক প্রবাসীদের এখন থেকে দেশটিতে প্রবেশের আগে তাদের শিক্ষা ও পেশাগত যোগ্যতা যাচাই ও অনুমোদন নিতে হবে।  

ওমানের শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের পরিচালক জাহের বিন আবদুল্লাহ আল শেখ জানিয়েছেন, শ্রমবাজার নিয়ন্ত্রণ করা, ভুয়া সনদ রোধ করা এবং গুরুত্বপূর্ণ খাতে কর্মশক্তির মান বাড়ানোই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে দেশটির অর্থনীতি ও কর্মক্ষেত্রে দক্ষ জনশক্তি নিশ্চিত করা হবে।  

নতুন ব্যবস্থার আওতায় প্রবাসীদের যোগ্যতা যাচাইয়ের পরেই কাজের অনুশীলন লাইসেন্স ইস্যু করা হবে। লাইসেন্স অনুমোদন ছাড়া কোনো প্রবাসী কর্মী ওমানে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ চাকরির জন্য আবেদন করার আগেই প্রবাসীদের শিক্ষাগত ও পেশাগত সনদ যাচাই করতে হবে।  

মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি পেশাগত শ্রেণিবিন্যাস সনদ ও কাজের লাইসেন্স জাল করার কিছু ঘটনা শনাক্ত হয়েছে। এটি ওমানি আইনের স্পষ্ট লঙ্ঘন। তাই জাল সনদ ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। শাস্তির মধ্যে রয়েছে জরিমানা, লাইসেন্স বাতিল, বহিষ্কার এবং আদালতে পাঠানো।  

মন্ত্রণালয় আরো বলেছে, কর্মচারী ও কোম্পানিগুলো শুধু অনুমোদিত সংস্থার কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করবে এবং তার সত্যতা যাচাই করবে। এই দায়িত্ব কর্মী ও নিয়োগকর্তা উভয়েরই। নিয়ম লঙ্ঘন করলে শুধু কর্মী নয়, নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে প্রতি বছর হাজার হাজার কর্মী ওমানে যান। নতুন নিয়ম কার্যকর হলে তাদের জন্য চাকরির প্রক্রিয়া আরো জটিল হবে। বিশেষ করে যারা প্রকৌশল, লজিস্টিকস ও অ্যাকাউন্টিংয়ের মতো নিয়ন্ত্রিত পেশায় কাজ করতে চান, তাদের আগে থেকেই সনদ যাচাই ও অনুমোদন নিতে হবে। এতে সময় ও খরচ দুটিই বাড়তে পারে।

Logo