Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২ জানুয়ারি ২০২৬

কুয়েতে ব্যাংক নোট নিয়ে সতর্কতা জারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৯:৫০

কুয়েতে ব্যাংক নোট নিয়ে সতর্কতা জারি

কুয়েত 

ব্যাংক নোট নিয়ে সতর্কতা জারি

কুয়েতে ব্যাংক নোট নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির সেন্ট্রাল ব্যাংক নাগরিক ও বাসিন্দাদের এই বলে সতর্ক করে দিয়েছে, যাতে তারা প্রতিটি ব্যাংক নোট ভালো করে পরীক্ষা করে নেয়। আলোর বিপরীতে নোটে থাকা বাজপাখির জলছাপসহ বিভিন্ন চিহ্ন দেখে নিতে বলা হয়েছে। এই সতর্কবার্তা এমন সময়ে এসেছে, যখন কুয়েতের অনেক বাজারে নকল নোট ও জাল নোটের হাত বদলের ঘটনা বাড়ছে। আরব টাইমসের খবরে বলা হয়েছে, জাল নোটের হাত বদলে ক্ষতির মুখে পড়তে পারেন দেশটির নাগরিক ও প্রবাসীরা। তাই সতর্ক থাকা উচিত প্রবাসীদেরও।   


সৌদি আরব

এ‍লপিজি গ্যাসের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত

সৌদি আরবে ২০২৬ সালে প্রথম দিন থেকেই এলপিজি গ্যাসের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মানে হলো এখন থেকে সৌদি আরবে সব জায়গায় একই দামেই এলপিজি গ্যাস বিক্রি হবে। নতুন নিয়মে ১১ কেজি সিলিন্ডারের দাম হবে ২৬.২৩ রিয়াল আর পাঁচ কেজির সিলিন্ডারের দাম হবে ১১.৯৩ রিয়াল। 

সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এতে করে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে ভোক্তা ও ব্যবসায়ীরা সমান সুবিধা পাবেন এবং বাজারে একটা পরিষ্কার, স্বচ্ছ মূল্যনীতি থাকবে। আর সৌদির সব এলাকা, সব স্টোর ও সব সাপ্লাই চেইনে এলপিজির দাম একই রেট কার্যকর হবে। তাই সিলিন্ডারের দাম দেশটির একেক জায়গায় একেক রকম চাওয়া যাবে না।  


সংযুক্ত আরব আমিরাত

নতুন বছরে নানা নিয়ম জারি হলো আমিরাতে

আমিরাতে ২০২৬ সাল শুরু করল নতুন কিছু বড় নিয়ম ও পরিবর্তনের মাধ্যমে, যেগুলো ১ জানুয়ারি ২০২৬ থেকে ধাপে ধাপে কার্যকর হতে শুরু করেছে। নতুন বছরে শুক্রবার স্কুলগুলো আগে ছুটি হবে, যাতে সবাই একসাথে ১২টা ৪৫ মিনিটে জুমার নামাজ আদায় করতে পারেন। মিষ্টিজাতীয় পানীয়তে ৫০ শতাংশ ফ্ল্যাট টেক্সের বদলে পাণীয়তে মিষ্টির পরিমাণের ওপর নির্ধারিত হবে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, নতুন বছরে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রেড কার্পেট সার্ভিস চালু হয়েছে, যাতে যাত্রীরা দ্রুত এআই ক্যামেরার মাধ্যমে ইমিগ্রেশন পার হতে পারেন। এছাড়া সিঙ্গেল ইউজড প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা এসেছে। ধারণা করা হচ্ছে, এই নিয়মগুলো নাগরিক ও প্রবাসীদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে, যা হবে ২০২৬ সালের শুরুর দিন থেকে। 

Logo