মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১ জানুয়ারি ২০২৬
ড্রোন শো করে বিশ্ব রেকর্ড আমিরাতে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৮:০১
সংযুক্ত আরব আমিরাত
ড্রোন শো করে বিশ্ব রেকর্ড আমিরাতে
আকাশজুড়ে ড্রোন শো আর আতশবাজির প্রদর্শনী করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের প্রথম প্রহরটি পরিণত হয় এক অবিস্মরণীয় আলোর উৎসবে। নতুন বছরের ঠিক আগে, রাস আল খাইমাহতে শুরু হয় প্রায় ১৫ মিনিটের এক বিশাল ড্রোন লাইট শো। একসঙ্গে উড়েছে প্রায় ২ হাজার ৩০০টি ড্রোন, যার মধ্যে ছিল বিশেষ পাইরো ড্রোন। এই ড্রোনগুলো মিলিয়ে রাতের আকাশে তৈরি করে এক বিশাল ফিনিক্স পাখির অবয়ব, যেন আগুনে গড়া এক জীবন্ত শিল্পকর্ম। একটার পর একটা আতশবাজিতে পুরো আকাশ আলোকিত হয়ে ওঠে।দেশটির বড় বড় শহরে আলোর উৎসব আর সংগীত মিলিয়ে পুরো পরিবেশ হয়ে যায় উৎসবমুখর। এই ঐতিহাসিক রাত উপভোগ করতে হাজার হাজার মানুষ জড়ো হয় সৈকত, রিসোর্ট ও পাবলিক ভিউ পয়েন্টগুলোতে। পরিবার, বন্ধু আর পর্যটকরা একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানায় আনন্দ আর উচ্ছ্বাসে।
কুয়েত
নতুন বছরে কুয়েতে চার দিনের ছুটি
দুই দিনের অতিরিক্তসহ চার দিনের ছুটি পাওয়ার মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছে কুয়েতের নাগরিক ও বাসিন্দারা। বিভিন্ন এলাকায় আতশবাজির আয়োজন হলেও পূর্বানুমতি ছাড়া এমন আয়োজনে নিষেধাজ্ঞা ছিল দেশটিতে। ২০২৬ সালের নতুন বছর উপলক্ষে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ এক বার্তায় নতুন বছরে নাগরিক ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিই হচ্ছে একটি স্থিতিশীল বিশ্বের মূল ভিত্তি।
ওমান
বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট সার্টিফিকেট যাচাই কঠিন হলো
বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট পেতে শিক্ষাগত যোগ্যতার যাচাই- বাছাই কঠিন করেছে ওমান সরকার। নতুন নিয়মের আওতায় বিদেশি কর্মীরা আর আগের মতো সহজেই ওমানে প্রবেশ বা কাজের অনুমতি পাবে না। বিদেশি কর্মীরা ওমানে কাজের অনুমতি পেতে গেলে, এখন থেকে তাদের আগেই শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার ডকুমেন্টগুলো যাচাই করিয়ে নিতে হবে। যদি কর্মীদের ডকুমেন্ট নকল বা জাল সনদ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী জরিমানা, লাইসেন্স বাতিল, ডিপোর্টেশন এমনকি মামলা পর্যন্ত হতে পারে। এতে শুধু কর্মীর নয়, যারা এই ধরনের নকল ডকুমেন্ট গ্রহণ করেছে, সেসব নিয়োগদাতা বা কোম্পানিকেও দায়ী করা হবে।
logo-1-1740906910.png)